ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একশো দিনের কাজের বকেয়া মজুরি হিসেবে রাজ্য কোষাগার থেকে রাজ্যের ২৩ জেলার জন্য মোট ২৬৫০ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ করলো নবান্ন। আগামীকাল থেকেই এই বরাদ্দ টাকা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এই মর্মে গত ২৩ তারিখ এক নির্দেশিকা জারি করেছে রাজ্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। নির্দেশিকায় প্রত্যেক জেলা শাসকদের বলা হয়েছে ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তালিকাভুক্ত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করতে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মোট বরাদ্দ অর্থের মধ্যে পশ্চিম মেদিনীপুর পেয়েছে ২৮১ কোটি ১৩ লক্ষ টাকা, পূর্ব মেদিনীপুরের জন্য বরাদ্দ ১৯০ কোটি ৫৮ লক্ষ, ঝাড়গ্রাম জেলা পেয়েছে ৫১ কোটি ৭২ লক্ষ টাকা। অন্যান্য জেলার মধ্যে আলিপুর দুয়ার পেয়েছে ১৫৬ কোটি ৩৩ লক্ষ, বাঁকুড়া পেয়েছে ১০৩ কোটি ৮১ লক্ষ, বীরভূেম ১৩৬ কোটি ৫৫ লক্ষ, কুচবিহার ২২১ কোটি ৯১ লক্ষ, দক্ষিণ দিনাজপুর ৩৭ কোটি ৫ লক্ষ, গোর্খাল্যান্ড ৭৩ কোটি ২৮ লক্ষ, হূগলী ৮২ কোটি ৫২ লক্ষ, হাওড়া জেলা ৮৯ কোটি ৮৫ লক্ষ, জলপাইগুড়ি ৯৯ কোটি ২৩ লক্ষ, কালিংপং ৫৬ কোটি, ১৪ লক্ষ,
Paschim Medinipur
আরও পড়ুন : হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল চাঁদমণি
আরও পড়ুন : কোথাও এসকর্ট করে, কোথাও হুলা জ্বালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা
মালদা ১৪৯ কোটি ৩৫ লক্ষ, মুর্শিদাবাদ ১১১ কোটি ৪৫ লক্ষ, নদীয়া ৫২ কোটি ৯০ লক্ষ, উত্তর ২৪ পরগনা ১২৬ কোটি ৬৮ লক্ষ, পশ্চিম বর্ধমান ১৭ কোটি ৭৫ লক্ষ, পূর্ব বর্ধমান ৮৬ কোটি ১১ লক্ষ, পুরুলিয়া ১১৮ কোটি ৩ লক্ষ, শিলিগুড়ি ১১ কোটি ৯০ লক্ষ, দক্ষিণ ২৪ পরগনা ৩৪৬ কোটি ১২ লক্ষ, উত্তর দিনাজপুর জেলার জন্য বরাদ্দ ৫০ কোটি ৯ লক্ষ টাকা। প্রশাসনিক মহল সূত্রে খবর গত দুসপ্তাহ ধরে তালিকাভুক্ত শ্রমিকদের তথ্য যাচাই প্রক্রিয়া চলেছে, প্রাপ্য শ্রমিকদের চুড়ান্ত তালিকা তৈরি হয়ে গিয়েছে। রাজ্যের নির্দেশিকা মত বরাদ্দ টাকা ১ মার্চের মধ্যে প্রাপ্য শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper