On the first day of the two-day strike called by the workers’ organizations, the wheel of the private bus did not roll.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শ্রমিক সংগঠনগুলির ডাকা দু’দিনের ধর্মঘটের প্রথম দিন চাকা গড়াল না বেসরকারী বাসের। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে প্রায় ৬০০ বেসরকারি বাস পরিষেবা দিয়ে থাকে। কিন্তু ধর্মঘটের প্রথম দিনেই রাস্তায় বের হল না বেসরকারি বাস। সরকারি বাস স্বাভাবিক থাকলেও হয়রান যাত্রীদের। মোটা টাকায় দূরদূরান্ত পাড়ি দিতে হচ্ছে অটোর মাধ্যমে। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সারি সারি দাঁড়িয়ে থাকা বাসের মাঝে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে প্রায় চল্লিশটির বেশি অটো।
আরও পড়ুন:- আগামী পঞ্চায়েত ভোটে শালবনীতে বিজেপির দখলে থাকা পঞ্চায়েতগুলি পুনরুদ্ধারে প্রস্তুতি শুরু তৃণমূলের
এক বাস কন্ডাক্টর বিকাশ মাহাতো বলেন, “ধর্মঘটে রাস্তায় বাস বের করলেই ভাঙচুর করার সম্ভাবনা রয়েছে। তার দায়িত্ব কেউ নেবে না। তাই দু’দিন ধরে রাস্তায় বাস না বের করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। নিরুপায় হয়ে আমাদের নিজেদেরও বাসের মধ্যে থাকতে হবে দুদিন।” এই সুযোগকে কাজে লাগিয়ে বহু অটো দূরদূরান্ত পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করেছে মোটা টাকার বিনিময়ে। 40-50 কিলোমিটার পর্যন্ত যাতায়াত শুরু হয়েছে অটোর মাধ্যমেই। অটোচালক আব্দুল করিম বলেন, “এই সময়টাতে কিছুটা উপার্জন হয়। তাই রুট ছেড়ে আমরা যাত্রী তোলার জন্য হাজির হয়ে যাই।”
Workers Strike
আরও পড়ুন:- শিক্ষক নিয়োগের দাবিকে সামনে রেখে খড়্গপুর মহকুমা সম্মেলন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির
আরও পড়ুন:- শিকার বন্ধের বার্তা দিয়ে পশ্চিম মেদিনীপুরে 40 কিমি সাইকেল যাত্রা বনকর্তাদের
বাসের তুলনায় তিনগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের পক্ষ থেকে শম্ভু পাল বলেন, “সকাল থেকেই দীর্ঘ অপেক্ষার পর বাধ্য হয়ে অটোতে গন্তব্যে বেরোতে হচ্ছে। এজন্য মোটা টাকা ভাড়া দিতে হচ্ছে আমাদের। উপায় নেই।” পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্রই গেটের সামনে ধর্মঘটিদের অবস্থান-বিক্ষোভ সামাল দিতে সকাল থেকেই তৎপর থাকতে হয়েছে পুলিশকে। ট্রেন পরিষেবাও অনেকটাই ব্যাহত।
আরও পড়ুন:- ফের সাফল্য খড়্গপুর শহর পুলিশের, ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Workers Strike
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore