Vidyasagar Teacher’s Training College : মেদিনীপুর বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় (Vidyasagar Teacher’s Training College) এর মাথায় উঠল সাফল্যের নতুন পালক। জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান অর্থাৎ ন্যাক (NAAC) এর মূল্যায়নে জেলার একমাত্র সরকারি অনুদান প্রাপ্ত বি.এড. (B.Ed.) কলেজ প্রথমবার ন্যাক এর স্বীকৃতি অর্জন করল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় (Vidyasagar Teacher’s Training College) এর মাথায় উঠল সাফল্যের নতুন পালক। জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান অর্থাৎ ন্যাক (NAAC) এর মূল্যায়নে জেলার একমাত্র সরকারি অনুদান প্রাপ্ত বি.এড. (B.Ed.) কলেজ প্রথমবার ন্যাক এর স্বীকৃতি অর্জন করল।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে অভিযান বনদফতরের ! বাজেয়াপ্ত ৫০ টি কাঠের গুঁড়ি
এই কঠিন মূল্যায়নে কলেজের পঠন পাঠন, সামাজিক কাজকর্ম, সাংস্কৃতিক কাজকর্ম, ফুলের বাগান, কৃষি উদ্যান, খেলার মাঠ সহ সাজানো-গোছানো ক্যাম্পাস সবই মূল্যায়নের আওতায় আসে এবং ন্যাক এর উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গত ৩১ শে মে, ০১ জুন এই মহাবিদ্যালয় পরিদর্শনে আসে। এরপরেই ন্যাক মহাবিদ্যালয়কে বি-প্লাস (B+) গ্রেড স্বীকৃতি প্রদান করে।
আরও পড়ুন : মেদিনীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর
ন্যাক এর এই গৌরবময় সম্মানে ভূষিত হওয়ায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মনোরঞ্জন ভৌমিক মহাবিদ্যালয় আই.কিউ.এ.সি (IQAC) কো-অর্ডিনেটর ড. কিশোর বাদকসিন, ন্যাক এর কো-অর্ডিনেটর রনিতা ব্যানার্জি, কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, কর্মচারীবৃন্দ, প্রাক্তনী, অভিভাবক-অভিভাবিকা ও বর্তমান ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরের চিকিৎসক দম্পতির, আশঙ্কাজনক মেয়েও
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Vidyasagar Teacher’s Training College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore