Home » চন্দ্রকোনায় আকাশ থেকে খসে পড়ল রহস্যজনক সাদা বাক্স, চাঞ্চল্য এলাকায়

চন্দ্রকোনায় আকাশ থেকে খসে পড়ল রহস্যজনক সাদা বাক্স, চাঞ্চল্য এলাকায়

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: আকাশ থেকে অজানা যন্ত্রাংশ পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দ্রকোনায়।রবিবার সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের দরবস্তী বালা গ্রামে আচমকাই সাদা সুতোর মতো তার জড়ানো একটি যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায় গ্রামের রাস্তার পাশে। সেই বাক্সে থাকা আলো দপদপ করে জলায় বোমাতঙ্ক ছড়াল গোটা এলাকা জুড়ে। news chandrakona,

পত্রিকা প্রতিনিধি: আকাশ থেকে অজানা যন্ত্রাংশ পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দ্রকোনায়।রবিবার সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের দরবস্তী বালা গ্রামে আচমকাই সাদা সুতোর মতো তার জড়ানো একটি যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায় গ্রামের রাস্তার পাশে। সেই বাক্সে থাকা আলো দপদপ করে জলায় বোমাতঙ্ক ছড়াল গোটা এলাকা জুড়ে। news chandrakona, news chandrakona, medinipur news, latest bengali news, biplabi sabyasachi news, bengal news

আরও পড়ুন- পশ্চিম মেদিনীপুরে করোনা বিস্ফোরণ! শহরে ২৬ জন পজিটিভ

আরও পড়ুন- দফায় দফায় মাওবাদী পোস্টার, জঙ্গলমহল পরিদর্শনে রাজ্য পুলিশের ডি জি

জানা গিয়েছে, সাদা বাক্সের টুকরোটি আসলে আবহাওয়া বোঝার জন্য ব্যবহৃত বেলুনের টুকরো। যার পোশাকি নাম “রেডিয়ো সেন্ডিং বেলুন”। আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝার জন্য আলিপুর আবহাওয়া দফতর থেকে এই ধরনের বেলুন ছাড়া হয়।বেলুনের সাহায্য ওই যন্ত্রটি আবহাওয়ার দপ্তরের তরফে ছাড়া হয়।

আরও পড়ুন- একই পরিবারের ৪ জন সহ খড়্গপুরে ফের করোনায় আক্রান্ত ৪৬

সেই বেলুন গুলি মাটির থেকে তিরিশ কিলোমিটার ওপরে গিয়ে নিষ্ক্রিয় হয়ে যায় বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। সেই বেলুনের টুকরোই ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই পুলিশের তরফে ওই যন্ত্রাংশগুলি পাঠানো হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে। তবে যন্ত্রাংশগুলি নিয়ে কোনও রকম ভয়ের কোনও কারণ নেই বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

আরও পড়ুন- আলুর দামে রাশ টানতে তমলুক বাজার পরিদর্শনে মহকুমা শাসক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.