Home » Midnapore : মেদিনীপুর শহরে দুই মহিলার উপর তরল রাসায়নিক ছুড়লো দুষ্কৃতিরা, গ্রেফতার এক

Midnapore : মেদিনীপুর শহরে দুই মহিলার উপর তরল রাসায়নিক ছুড়লো দুষ্কৃতিরা, গ্রেফতার এক

by Biplabi Sabyasachi
0 comments

Miscreants threw liquid chemicals on two women in Midnapore city, one was arrested. There is a long-standing dispute with the neighbor.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রবিবার রাতে মেদিনীপুর শহরে একটি বুটিকের দোকানে কাজ সেরে বাড়ি ফিরছিলেন দুই মহিলা। ভিড়বহুল রাস্তার একটু ফাঁক পেতেই পেছন থেকে তরল রাসায়নিক ছুড়ে ফেরার দুষ্কৃতিরা। এরপরেই হঠাৎ পিঠে জ্বালা এক মহিলার, অপরজনের পা। তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore
নিজস্ব চিত্র

পুলিশের প্রাথমিক অনুমান ব্যাটারির জল ছোঁড়া হয়ে থাকতে পারে। তদন্ত নেমে সোমবার দুপুরে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুর শহরে। জানা গিয়েছে, আক্রান্ত মহিলা মেদিনীপুর শহরের বাড়মানিকপুর এলাকার এক গৃহবধূ। তিনি একটি বুটিকের দোকানে কাজ করেন। রবিবার রাত ন’টা নাগাদ দোকানের কাজ সেরে দুই মহিলা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। সেই সময় পেছন থেকে এসে চুপিসারে ওই তরল রাসায়নিক জাতীয় কিছু পিঠে ঢেলে দিয়ে পালিয়ে যায়।

Advertisement

যতক্ষণে পিঠে জ্বালা যন্ত্রণা অনুভব করেছিল ততক্ষণ দুষ্কৃতিরা ফেরার হয়ে যায়। প্রাথমিকভাবে আক্রান্ত ও প্রত্যক্ষদর্শিরা মনে করেছিলেন সেটি অ্যাসিড জাতীয় কিছু হতে পারে। রাতেই ঘটনাস্থলে তদন্তে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশের প্রাথমিক অনুমান ব্যাটারির জল হতে পারে। পুলিশ তদন্ত নেমে ওই মহিলার স্বামীকে জেরা করে জানতে পারে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের গন্ডগোল চলছে।

সেই গন্ডগোলের জেরে ওই মহিলার স্বামীকে তিনবার এই ধরনের অ্যাসিড জাতীয় রাসায়নিক ছুড়ে আক্রমণ করার ঘটনা ঘটেছিল আগেও। পুলিশে অভিযোগ দায়ের করে তদন্ত পর্যায়ে ছিল সেটি। এরপরেই ফের তার স্ত্রীকে আক্রমণ। আক্রান্ত মহিলা বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তের সঙ্গে কথা বলতে সোমবার হাজির হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

অন্যদিকে পুলিশ তদন্তে নেমে আক্রান্ত মহিলার প্রতিবেশী এক যুবক সুভাষচন্দ্র রায়কে গ্রেফতার করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পুলিশ। রাতে ওই মহিলাকে দেখতে হাজির হয়েছিলেন কেশপুরের বিধায়িকা তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা। তিনি বলেন, “এই ঘটনা উদ্বেগ জনক। পুলিশকে অবিলম্বে গুরুত্ব দিয়ে দেখে কে এই কাণ্ড করেছে তাকে প্রকাশ্যে আনা উচিত।”

আরও পড়ুন : আয়াদের দৌরাত্ম্য অব্যাহত মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন

আরও পড়ুন : বাইক মিছিল করে বাড়ি বাড়ি মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ কুড়মিদের বিরুদ্ধে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.