Heavy Rain
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: প্রবল বৃষ্টির কারনে প্লাবিত আলমপুর ৬ নং অঞ্চলের বিভিন্ন গ্রাম। ঝাড়গ্রাম জেলার আলমপুর থেকে গোপীবল্লভপুরের যোগাযোগ বিচ্ছিন্ন ।গ্রামের রাস্তার বড়োসড় ধস। এছাড়াও ৭ টি গ্ৰামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা। পাশাপাশি প্রবল বৃষ্টিতে গোপীবল্লভপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ব্যাপক ক্ষতিগ্রস্ত চাষীরা। আংশিক ক্ষতির সাথে ভেঙ্গে পড়ছে বেশ কিছু মাটির বাড়ি। এছাড়াও গোপীবল্লভপুর ২ নং ব্লক এবং সাঁকরাইলে ডুলুং নদীর জল ঢুকে বেড়ে চলেছে বৈঞ্চা, বহাড়াদাঁড়ি, আস্তি, শালতুড়িয়া, শালবনী, আন্ধারী, রগড়া সহ একাধিক জায়গা প্লাবিত একাধিক গ্রাম । ব্যাপক ক্ষতির মুখে এলাকার চাষীদের। বিঘার পর বিঘা চাষের জমি ও সব্জী জলের তলায়।
আরও পড়ুন:- নদীতে মাছ ধরতে গিয়ে পূর্ব মেদিনীপুরে বাজ পড়ে মৃত ২, আহত ১
রোহিনী গোয়ালমারা যাওয়ার রাস্তার উপর জল দাঁড়িয়ে পড়ায় যানবাহন চলাচল আপাতত বন্ধ। সুবর্ণরেখা ও কেলেঘাই নদীর জল বিপদ সীমার উপরে না গেলেও একেবারে টইটম্বুর অবস্থা। দুর্যোগ না কাটলে বড় চরম ক্ষতির আশঙ্কা হতে পারে বলে মনে করছে ঝাড়গ্রাম জেলাবাসী। এদিন বুধবার সাঁকরাইলের বেশ কিছু জলমগ্ন জায়গা পরিদর্শন করেন গ্রামবাসীদের সাথে কথা বলেন ডিএসপি ধীমান মিত্র, সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ, সাঁকরাইলের বিডিও রথীন বিশ্বাস সহ পঞ্চায়েত সদস্য রা। সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস বলেন, “গত দুদিনের টানা মুষলধারে বৃষ্টি তে ব্লকের আন্ধারী, রগড়া, লাউদহ অঞ্চল জলমগ্ন হয়েছে। বৈঞ্চা, বহাড়াদাঁড়ি, আস্তি, কুপড়াকুপি সহ বেশ কয়েকটি গ্রামে জল জমেছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুর জেলার প্লাবিত এলাকায় বাড়ছে বিষধর সাপের উপদ্রব, কামড় খেয়ে অনেকেই ভর্তি হাসপাতালে
আরও পড়ুন:- ঝাড়গ্রামে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু, নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Heavy Rain
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Heavy Rain
Web Desk, Biplabi Sabyasachi online paper: Various villages in Alampur No. 6 area flooded due to heavy rains. Gopiballavpur is cut off from Alampur in Jhargram district. Communication has also been cut off in 7 villages. Najehal from ordinary people to drivers. Besides, vast areas of Gopiballavpur were inundated due to heavy rains. Massively damaged farmers. Several mud houses are collapsing with partial damage. In addition, Gopiballavpur Block No. 2 and Sankrail have been flooded by the Dulung River, which has flooded several villages including Baincha, Baharadari, Asti, Shalturia, Shalbani, Andhari and Ragra. Farmers in the area face massive losses. Bigha after bigha cultivation land and vegetables under water.
Vehicles are currently closed due to standing water on the road leading to Rohini Goalmara. Although the water level of Subarnarekha and Keleghai rivers did not go above the danger level, the condition of Taitambu was absolutely bad. The people of Jhargram district think that there is a danger of extreme loss if the disaster is not stopped. DSP Dhiman Mitra, Sankrail Police Station OC Khandaker Saifuddin Ahmed, Sankrail BDO Rathin Biswas and Panchayat members visited several submerged places in Sankrail on Wednesday. Rathin Biswas, BDO of Sankrail block, said, “The Andhari, Ragara and Laudah areas of the block have been inundated by torrential rains in the last two days.