Kharagpur IIT : আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন খড়্গপুর আইআইটি-র মৃত ছাত্রর বাবা। পাশাপাশি মৃত্যু অস্বাভাবিক ও খুন বলে দাবিও করেন। সঠিক তদন্ত ও বিচারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি রাখলেন অসমের তিনসুকিয়ার বাসিন্দা তথা মৃত ছাত্রের বাবা সেলিম আহমেদ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন খড়্গপুর আইআইটি-র মৃত ছাত্রর বাবা। পাশাপাশি মৃত্যু অস্বাভাবিক ও খুন বলে দাবিও করেন। সঠিক তদন্ত ও বিচারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি রাখলেন অসমের তিনসুকিয়ার বাসিন্দা তথা মৃত ছাত্রের বাবা সেলিম আহমেদ। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিক্যালের মর্গে ছেলের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বপরিবার।
আরও পড়ুন : ফের বেফাঁস দিলীপ ঘোষ! বললেন “প্রয়োজনে গলায় পা তুলে দেব”
জ্ঞান হারিয়ে অসুস্থ হওয়া এক আত্মীয়কে ভর্তি করতে হয় হাসপাতালে। শুক্রবার সকালে খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফয়জাল আহমেদ (২৩)-এর মৃতদেহ উদ্ধার হয়েছিল আইআইটি ক্যাম্পাসে থাকা লালা লাজপত রায় হোস্টেলের ভেতর থেকে। দু’দিন ধরে তার সহপাঠীরা ফয়জালকে দেখতে পাচ্ছিল না। শুক্রবার সকালে হোস্টেলের একটি বন্ধ রুম নিয়ে সন্দেহ হওয়ায় আইআইটি কর্তৃপক্ষকে জানালে সেই রুমের দরজা ভেঙে ভেতরের দেহ পড়ে থাকতে দেখতে পান সকলে।
আরও পড়ুন : পাঁশকুড়ায় বাজি বিস্ফোরণ কান্ডের নমুনা সংগ্রহে ফরেনসিক দল
Kharagpur IIT
দেহটি ফুলে যাওয়ায় মৃত্যু অনেক আগেই হয়েছিল বলে ধারণা হয়। ঘটনার পরই আইআইটি কর্তৃপক্ষ পরিবারকে ফোনে বিষয়টা জানায়। আসামের মেধাবী এই ছাত্র রাজ্যে নামকরা বলেই জানা গিয়েছে। তাই মৃত্যুর খবর শুনে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শোক প্রকাশ করেছেন টুইটারে। শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে হাজির হয় মৃত ছাত্রর পরিবারের সদস্যরা। অস্বাভাবিক ফুলে যাওয়া দেহ দেখে ফয়জালের বাবা সেলিম আহমেদ ও পরিবারের লোকেরা দাবি করেন এই দেহ তাদের ছেলের নয়।
পরক্ষণেই আবার বলেন এরকম শরীর হওয়ার পেছনে অস্বাভাবিক কিছু ঘটেছিল। কিভাবে এরকম হলো। সেলিম আহমেদ বলেন, “আমার ছেলে রাজ্যে নামকরা একজন প্রতিভাবান ছাত্র। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও মানসিক দিক থেকেও প্রফুল্ল। কোথাও কোনো রকমের চিন্তা মানসিক সমস্যা ওর ছিল না। গত জুলাই মাসে এখানে এসেছে। গত মঙ্গলবার তার সঙ্গে আমাদের শেষ কথা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে তার সুইচ অফ মোবাইলের। আমরা ভেবেছিলাম পড়াশোনার জন্য মোবাইল বন্ধ রেখেছে।
আরও পড়ুন : কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং দুর্নীতির মামলায় অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করতে ৫ সদস্যের প্রতিনিধি দল
আরও পড়ুন : মেদিনীপুর মুক্ত সংশোধনাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী, খোঁজে পুলিশ
বৃহস্পতিবারও তার মোবাইল বন্ধ পেয়েছি। শুক্রবার সকালে আমাদের আইআইটির লোকজন ফোন করে জানায় ছেলের কিছু হয়েছে বলে। কিন্তু তারপর আমরা বারবার ফোন করে আমাদের পরিচয় দিয়ে জানতে চাইলেও ফোন কেটে দিয়েছে কোন উত্তর দেয়নি। আমার ছেলে এভাবে মরতে পারেনা। এটা আত্মহত্যা নয়। আমরা সঠিক বিচার চাইছি। আইআইটি কর্তৃপক্ষ জবাব দিক। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা বিচার চাইছি। এরকম হলে এই রাজ্যে কেউই পড়তে আর আসবে না।”
মর্গে ওই ছাত্রের দেহ দেখতে ওই হোস্টেলে থাকা আরও কয়েকজন সিনিয়র ছাত্র হাজির হয়েছিলেন। তাদের দাবি, “আমাদের রাজেন্দ্র প্রসাদ হোস্টেলে ফাইজাল থাকতো। কিন্তু কোন কারণে পাশের লালা লাজপত রায় হোস্টেলে সে গিয়েছিল। কয়েকদিন তার সঙ্গে দেখা হয়নি। তারপরে শুনলাম এই ঘটনা ঘটেছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা আমরাও বুঝতে পারছি না।”
আইআইটি-র একটি সূত্র থেকে জানা গিয়েছে, ছাত্রছাত্রীরা নিজেদের পড়ার প্রয়োজনে সহপাঠীদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে নিজেদের মধ্যে রুম পরিবর্তন করে থাকে মাঝেমধ্যেই। ফলে বিষয়টি স্বাভাবিক অনেক ক্ষেত্রে। পরীক্ষা বা কোন ক্ষেত্রে নিজেদের মধ্যে একত্রে আলোচনা করতে এরকম হয়েই থাকে। তাই সে হয়তো নিজের হোস্টেল রুম পরিবর্তন করে বন্ধুদের হোস্টেল রুমে এসেছিল।
তবে এটা সঠিক কারণ নাকি আরও অন্য কিছু সেটাও খতিয়ে দেখছে আইআইটি কর্তৃপক্ষ। এদিন আইআইটির পক্ষ থেকে মর্গে হাজির হয়েছিলেন এগ্রিকালচার এন্ড উড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দিলীপ কুমার সোয়াইন। তিনি এই নিয়ে কোন মন্তব্য করতে চাননি। শুধু বলেন, “এটা পুলিশি তদন্তের বিষয়। পুলিশ বিষয়টি দেখবে। আমি কোন মন্তব্য করব না।”
আরও পড়ুন : সামনেই অডিট! তার আগেই নথি লোপাটের অভিযোগ দাসপুরের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharagpur IIT
– Biplabi Sabyasachi Largest Bengali