Home » Kharagpur Hula Team : মিশন সফল! ৪ দিনে হাতিকে ছত্রিশগড়ে পাঠিয়ে বাড়ির পথে খড়্গপুরের হুলা টিম

Kharagpur Hula Team : মিশন সফল! ৪ দিনে হাতিকে ছত্রিশগড়ে পাঠিয়ে বাড়ির পথে খড়্গপুরের হুলা টিম

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জেলা ও রাজ্য ছাড়িয়ে হাতি তাড়াতে ডাক পড়েছিল সুদূর মধ্যপ্রদেশে। সমতলে হাতি তাড়ানোয় দক্ষ হুলা টিম কতটা সফল হবে পাহাড়ি এলাকায় তা নিয়ে সংশয় ছিল নিজেদের মধ্যেই। দুর্গম পথ, নতুন এলাকা। নিজেদের মুখ রক্ষা করতে পারবে কিনা তা নিয়েও নিজেদের মধ্যে গুঞ্জন ছিল। কারণ এর আগে কর্ণাটক থেকে হুলা টিম এসে হাতি সরাতে না পেরে ফিরে গিয়েছে। তারপরেই ডাক পড়েছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার বাপি মাহাত, আকাশ মাহাত, বাবলু মাহাত, মথুর মাহাতদের।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Kharagpur Hula Team
নিজস্ব চিত্র

মধ্যপ্রদেশের অনুপপুর বন বিভাগের জাইথারি রেঞ্জ এলাকায় দুটি হাতির তাণ্ডবে রাতের ঘুম উড়ে গিয়েছিল গ্রামবাসীদের। আতঙ্কের মধ্যে বাড়ির ছাদে ত্রিপল খাটিয়ে তারা রাত্রিযাপন করছিল। বনদপ্তরে ক্ষোভ-বিক্ষোভ দেখিয়ে, আবেদন জানিও সুরাহা হয়নি। অবশেষে অনুপপুর বনবিভাগের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের এক বন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। ওই আধিকারিক কলাইকুন্ডার হুলা টিমের নেতা বিকাশ মাহাত’র সঙ্গে কথা বলে দেন। পাশাপাশি গ্রাম মিলিয়ে ১৪ জনের একটি টিম গত শনিবার মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয়। রবিবার পৌঁছে এলাকা ঘুরে দেখেন হুলা টিমের সদস্যরা।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মধ্যেই বনদপ্তরের জায়গায় রাতের অন্ধকারে নির্মাণের চেষ্টা, রাতেই অভিযান পুলিশ ও বনদপ্তরের

আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ

Kharagpur Hula Team

তাদের এক সদস্য আকাশ মাহাত বলেন, “আমরা সমতল এলাকায় হাতি তাড়াতে অভ্যস্ত। এখানে পাহাড় এবং খাদে কিভাবে পারব হাতিকে সরাতে তা নিয়ে সংশয় ছিল।” তবে শেষ পর্যন্ত চারদিনে হাতি দুটিকে মধ্যপ্রদেশ ছাড়িয়ে ছত্তিশগড় পাঠাতে সক্ষম হয় খড়্গপুরের হুলা টিম। এতে খুশি, বনাধিকারী থেকে হুলা টিমের সদস্যরাও। তবে এই কাজে জাইথারি রেঞ্জ আধিকারিক সহ কর্মীরা সব সময় তাদের সঙ্গে ছিল বলেই সফল হয়েছে। পথনির্দেশ, ড্রোনের মাধ্যমে হাতির অবস্থানও তাদের জানিয়ে দিচ্ছিলেন প্রতিমুহূর্তে। বুধবার সকাল থেকে হাতি দুটিকে দীর্ঘ পথ পার করে পাহাড়ে তুলে দিয়েছিল হুলা টিম। এর আগেও হাতিকে পাহাড়ে তুলে দিলে কিছুক্ষণের মধ্যে আবার ফেরত আসত।

যে কারণে হুলা টিমের সদস্যদের বৃহস্পতিবার পর্যন্ত রেখে দিয়েছিল। বনদপ্তর ড্রোনের মাধ্যমে হাতির অবস্থান দেখে নিশ্চিত হয় ছত্তিশগড় পৌঁছে গিয়েছে। এই কাজের পারিশ্রমিক হিসেবে তাদের মিলেছে ৫৬ হাজার টাকা। সঙ্গে খাওয়া, থাকা, যাতায়াত ভাড়া সমস্ত কিছু। হুলা টিমের নেতা বাপি মাহাত বলেন, “প্রথমে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম পাহাড় এলাকায় হাতি সরাতে পারব কিনা। অবশেষে জয় মিলেছে আমাদের। হাতি ছত্তিশগড় চলে গিয়েছে। আপাতত এখন ৩-৪ মাস আর ফেরত আসবে না। পরে আবার যদি প্রয়োজন হয় আমাদের ডেকে পাঠাবে বলে জানানো হয়েছে। বনদপ্তর সর্বদা আমাদের পাশে থেকেছেন পথনির্দেশ সহ হাতির অবস্থান জানানোর জন্য। বৃহস্পতিবার রাতে ট্রেনে উঠব বাড়ি ফেরার জন্য।”

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kharagpur Hula Team

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.