Home » ঝাড়গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু দুই নাবালকের

ঝাড়গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু দুই নাবালকের

by Biplabi Sabyasachi
0 comments

Snake bite snake bite first aid snake bite symptoms snake bite marks

আরও পড়ুন ঃসরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, পুলিশের হেফাজতে শুভেন্দু ঘনিষ্ঠ

পত্রিকা প্রতিনিধিঃঝাড়গ্রামে বিষাক্ত সাপের (Snake)কামড়ে মৃত্যু হল দুই নাবালকের।এছাড়াও অপর এক বালককে সাপের কামড়ের ফলে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম (Jhargram) সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই কিশোর। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর ভাঙ্গাগড় এলাকার দেড় বছরের শিশু শুভঙ্কর সিং রাতের বেলায় উঠানে বসে ছিল। সেসময় একটি বিষাক্ত সাপ তাকে কামড়ায়। প্রথমে ভাঙ্গাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৎক্ষণাৎ ঝাড়গ্রাম (Jhargram) সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন ঃভগবানপুরে বিজেপি কর্মীদের উপর আক্রমণ , পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে এলাকায় শুভেন্দু

নিজস্ব চিত্র

অপর ঘটনাটি ঘটেছে চাকুলিয়া (Chakulia) গ্রামে। ১১ বছরের বধুয়া শবর রাতের বেলা ঘুমিয়ে ছিল । তখন সাপ তার পায়ে কামড়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রামে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এছাড়াও ঝাড়গ্রামের (Jhargram)পুকুরিয়া গ্রামে দুর্গা হাঁসদা নামে ১৫ বছরের এক কিশোর রাতের বেলা বাড়িতে খাওয়া দাওয়া করার সময় একটি চিতি সাপ কামড় দেয় বলে জানায় পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে দুর্গাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Snake bite

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.