Home » Bomb Blast : ঝাড়গ্রামের সাঁকরাইলে বায়ুসেন‍ার পরিত্যক্ত বোমায় ধাতব পদার্থ বের করতে গিয়ে বিস্ফোরণে গৃহকর্তার মৃত্যু, জখম ৩

Bomb Blast : ঝাড়গ্রামের সাঁকরাইলে বায়ুসেন‍ার পরিত্যক্ত বোমায় ধাতব পদার্থ বের করতে গিয়ে বিস্ফোরণে গৃহকর্তার মৃত্যু, জখম ৩

by Biplabi Sabyasachi
0 comments

Homeowner killed by Bomb Blast in Sankrail blast, Jhargram

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বায়ুসেনার পরিত্যক্ত বোমার বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার আঙ্গাররনালী গ্রামের ওই ঘটনায় একই পরিবারের তিন জন গুরুতর জখম হয়ে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় আঙ্গারনালী গ্রামের বাসিন্দা রামজীবন রানা (৪৩) নামে কামারের মৃত্যু হয়েছে। তাঁর বাড়িতেই কামারশাল ছিল। তিনি লোহার জিনিসপত্র তৈরির পাশাপাশি, বায়ুসেনার পরিত্যক্ত বোমার টুকরো কুড়িয়ে এনে সেখান থেকে গলিয়ে তামা বের করে বিক্রি করতেন।

আরও পড়ুন:- কাঁথিতে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার , চাঞ্চল্য এলাকাজুড়ে

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পুলিশ ও বনদফতরকে ধোঁয়াশায় রেখে জঙ্গলে ঢুকল শিকারিরা, কমল বন্যপ্রাণ হত্যা

আঙ্গারনালী গ্রামের অদূরে রয়েছে কলাইকুণ্ডা বায়ুসেনা কর্তৃপক্ষের বোম্বিং জোন। সেখানে পরীক্ষামূলকভাবে বোমা ফেলা হয়। জায়গাটি সংরক্ষিত। কিন্তু রামজীবনের মতো কিছু স্থানীয় লোকজন সেখান থেকে বোমার অংশ বিশেষ কুড়িয়ে আনতেন। শুক্রবারও একটি ফাটা বোমার অংশবিশেষ সংগ্রহ করে বাড়িতে এনে রেখেছিলেন রামজীবন। সোমবার সকালে বাড়ির কামারশালায় রামজীবন বোমার অংশবিশেষ হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করলে সেটি প্রচণ্ড শব্দে ফেটে যায়। বিস্ফোরণে রামজীবনের ডান পাটি ছিন্ন ভিন্ন হয়ে যায়।

Bomb Blast

আরও পড়ুন:- সারা বাংলা বনধ পালন করুন ! ফের ঝাড়গ্রামের নয়াগ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্য

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ঝাড়গ্র‍‍ামে হরিণের মাংস পাচার করতে গিয়ে বনকর্মীদের তাড়‍া খেল দুষ্কৃতীরা, উদ্ধার মাংসের প্যাকেট ও মোটর বাইক

রক্তে ভেসে যায় বাড়িঘর। মাটির বাড়ির টিনের ছাদটিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। রামজীবন, তাঁর স্ত্রী মালতী, মেয়ে মেনকা ও জামাই সুরজিৎ রানা গুরুতর জখম হন। তাঁদের সাঁকরাইল ব্লকের ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রামজীবনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিনজনকে ঝাড়গ্রাম হাসপাতালে রেফার করা হয়। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘নিষেধ সত্ত্বেও বেআইনি ভাবে কেউ কেউ বায়ুসেনার ব্যবহার করা বোমার টুকরো কুড়িয়ে আনেন। এটা খুবই বিপজ্জনক ও বেআইনি কাজ।’’

আরও পড়ুন:- পুলিশের অভিযানে পশ্চিম মেদিনীপুরে বন্দুক সহ গ্রেফতার ২

Advertisement

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Bomb Blast

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.