Home » Jhargram College : ঝাড়্গ্রামের মানিকপাড়া কলেজে অধ্যক্ষকে ঘরবন্দি করে বিক্ষোভ! অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে

Jhargram College : ঝাড়্গ্রামের মানিকপাড়া কলেজে অধ্যক্ষকে ঘরবন্দি করে বিক্ষোভ! অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

Jhargram Manikpara College principal protested by house arrest! Complaint against Trinamool Student Council

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের কলেজের অধ্যক্ষকে ঘরবন্দি করে নিগ্রহ করার অভিযোগ। ঘরের মধ্যে দরজা- জানলা সব বন্ধ করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অধ্যক্ষকে বন্দি করে বাইরে স্লোগান দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজে। জানা গিয়েছে, কিছুদিন আগে কলেজের এক ছাত্রীর মৃত্যু কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তৃনমূল ছাত্র নেতাদের অভিযোগ, এনসিসির সিনিয়ার কয়েকজন যার মধ্যে অন্যতম ছত্রধর মাহাত।

আরও পড়ুন:- ফের পশ্চিম মেদিনীপুরে ফাঁকা বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

Jhargram College
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মাওবাদী হামলার আশঙ্কা! রাত দিন এক করে নাকা চেকিংয়ে বাড়তি জোর জঙ্গলমহলে

তারা ছাত্রীদের সাথে নোংরা কথা, অশালীন ব্যবহার সহ র ্যাগিং করেন । এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। এসবের বিরুদ্ধে প্রিন্সিপাল কে লিখিত জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তার ফলে একটি মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এছাড়া অতিরিক্ত কলেজ ফি নেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করে তাঁরা। তবে দরজা বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ ভিত্তিহীন বলে তাদের দাবি। যদিও প্রিন্সিপাল জানান, “লিখিত অভিযোগ পাওয়ার পরদিন থেকে টানা চারদিন ছুটি ছিল।

আরও পড়ুন:- মোবাইলে ক্যামেরা বন্দি অশ্লীল ভিডিও! দীঘায় প্রতিবেশী মহিলাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

Jhargram College

Advertisement

আরও পড়ুন:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মেদিনীপুরে, গ্রেফতার অভিযুক্ত

ফলে কলেজ কর্তৃপক্ষের কোনো ব্যাবস্থা নেওয়ার আগেই ছাত্রীটি মারা যায়। ফলে এটা তদন্তের বিষয়। পুলিশ প্রসান ব্যাবস্থা নেবে। পাশাপাশি ফি বেশী নেওয়া হয় বলে অভিযোগ জানানো হলে বিষয় টি খতিয়ে দেখবেন বলে জানান অধ্যক্ষ। যদিও ছাত্র, ছাত্রীরা কিছু না শুনেই বিক্ষোভ দেখাতে শুরু করে। তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়গ্রামের মানিকপাড়া কলেজ। মানিকপাড়া ফাঁড়ির পুলিশের কাছে খবর গেলে তার এসে অধ্যক্ষকে উদ্ধার করে। বিভিন্ন মহলের বক্তব্য,কলেজের আন্দোলন ছাত্র ছাত্রীরা করতেই পারেন কিন্তু তাদের এই অমানবিক আচরন নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:- শিকার বন্ধে আদিবাসী সমাজের মানুষজনদের নিয়ে আলোচনা পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়িতে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Jhargram College

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.