Home » Elephant Herd : হাতির গতিপথে বাধা ঝাড়গ্রামের হুলা টিমের, নদীতে আটকে চালানো হল অত্যাচার!

Elephant Herd : হাতির গতিপথে বাধা ঝাড়গ্রামের হুলা টিমের, নদীতে আটকে চালানো হল অত্যাচার!

by Biplabi Sabyasachi
0 comments

Elephant Herd : প্রায় ২৪ ঘন্টা নদীতে আটকে হাতির পালের উপর চালানো হল অত্যাচার! বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ পশু প্রেমী সংগঠন সহ স্থানীয়দের একাংশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বর্ডারে মেদিনীপুর সদরের চাইপুর এলাকার কংসাবতী নদীতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে চাঁদড়ার জঙ্গল থেকে হাতির পাল ঝাড়গ্রামের অভিমুখে রওনা দেয়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রায় ২৪ ঘন্টা নদীতে আটকে হাতির পালের উপর চালানো হল অত্যাচার! বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ পশু প্রেমী সংগঠন সহ স্থানীয়দের একাংশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বর্ডারে মেদিনীপুর সদরের চাইপুর এলাকার কংসাবতী নদীতে। ওই দলে হস্তিশাবক সহ ২৫ টি হাতি রয়েছে।

Elephant Herd
নিজস্ব চিত্র

ওই দলে হস্তিশাবক সহ ২৫ টি হাতি রয়েছে। হাতির পালটি কংসাবতী নদীতে পৌঁছালে অপর প্রান্তে ঝাড়গ্রামের মানিকপাড়ার হুলা টিম হাতির গতিপথে বাধা দেয়। দুই প্রান্তের হুলা টিমের বাধা পেয়ে রাত থেকে সকাল, এমনকি সারাদিন নদীতে কাটাতে হয়েছে হাতির পালকে। প্রখর রোদের মধ্যে কাশবনে ঠাঁই দাঁড়িয়ে থাকে। নদীর জলে মাঝে মাঝে নামলে লোকজন তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে।

আরও পড়ুন : সম্প্রীতির নজির! হিন্দু-মুসলিম মিলেই পুজোর প্রস্ততি ঘাটালে

স্থানীয়রা জানান, একসময় নদীর জলে হস্তিশাবক ডুবে যায়। তাকে কোনরকমে অন্য হাতিরা উদ্ধার করে। লাগাতার ছোঁড়া পাথরে চরম অত্যাচারের শিকার হয় হাতির পাল। বন দফতরের এই ভূমিকায় হতবাক। স্থানীয়দের একাংশ সহ পশু প্রেমী সংগঠন প্রশ্ন তুলেছে, বন দফতর যেখানে বার্তা দিচ্ছে হাতির গতিপথে বাধা দিবেন না, সেখানে ঝাড়গ্রামের দিক থেকে হুলা টিম কিভাবে বাধা দিতে পারে? স্থানীয়দের জানান, হুলা টিমগুলি বন দফতরের ভাড়া করা।

Elephant Herd

আরও পড়ুন : মেদিনীপুরে এক মাঠের দুই প্রান্তে দুই পুজো, উদ্বোধনে হাজির শুভেন্দু-ভারতী ও জুন মালিয়া

পুজোর সময় হাতির পালকে মানিকপাড়াতে প্রবেশ করতে দিতে না চাওয়ায় এভাবে গত পাঁচ দিন ধরে হাতির গতিপথে বাধা দিয়েছে ওই হুলা টিম। এদিকে হাতিদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার ভিডিও ভাইরাল। শুক্রবার সন্ধ্যা বেলা ফের হাতির পালকে মানিকপাড়া পাঠাতে উদ্যোগী হলে বাধা দেয় অপর প্রান্তের হুলা টিম। জানা গিয়েছে, রাত্রি দশটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম বনবিভাগের ডিএফও। তিনি গিয়ে হুলা টিমের সদস্যদের সরিয়ে দেন।

হাতির পাল গিয়ে পৌঁছায় মানিকপাড়ার রমরমার জঙ্গলে। এর আগেও বিভিন্ন জায়গায় হাতির উপর নির্যাতনের ছবি দেখা গিয়েছে। এদিন তারই পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেকে। হাতিকে নদীর জলে রেখে পাথর ছোঁড়ার ভিডিও দেখে অনেকে শিওরে উঠেছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বন দফতরকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়েছেন। এদিনের ঘটনায় সাধারণ মানুষের কাছে কি বার্তা দিল বন দফতর?

আরও পড়ুন : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চলন্ত বাসে আগুন, বাসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত ২

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Elephant Herd

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.