Home » Ghatal : বছর ঘোরার পরেও ঘাটালের মনসুকায় ভগ্ন নদীবাঁধ, রাস্তা মেরামত না হওয়ায় ব্যাপক ক্ষোভ

Ghatal : বছর ঘোরার পরেও ঘাটালের মনসুকায় ভগ্ন নদীবাঁধ, রাস্তা মেরামত না হওয়ায় ব্যাপক ক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

Ghatal River Bank Broken : ২০২১ সালের আগস্ট মাসে বন্যায় প্লাবিত হয়ে মনসুকা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তা ও ঝুমি নদীর তীরবর্তী রাস্তার দফারফা হয়েছে। বছর ঘুরে ফের বর্ষা আসার সময় হলেও সেই বেহাল রাস্তা ও নদী বাঁধ মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে ঘাটালের মনসুকা এলাকার মানুষ।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বন্যায় ভেঙে ছিল নদীবাঁধ, প্লাবিত হয়ে গুরুত্বপূর্ণ রাস্তারও বেহাল দশা হয়েছিল। কিন্তু বছর ঘুরে ফের বর্ষা আসার সময় হলেও সেই বেহাল রাস্তা ও নদী বাঁধ মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে ঘাটালের মনসুকা এলাকার মানুষ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী আসার আগে মেদিনীপুরে কলেজ মাঠের নিরাপত্তা খতিয়ে দেখলেন আধিকারিকরা, তৈরি হচ্ছে হেলিপ্যাড

Ghatal
ভেঙেছে কালভার্ট আর তাতেই ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।

আরও পড়ুন : পুকুরে নেমে নারকেল কুড়াতে গিয়েই বিপত্তি, পশ্চিম মেদিনীপুরে জলে ডুবে মৃত্যু ব্যক্তির

জানা যায় মনসুকা থেকে পালপুকুর হয়ে ঘাটালগামী গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তার উপর একাধিক জায়গায় ভেঙেছে কালভার্ট আর তাতেই ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। অপরদিকে মনসুকা গ্রাম পঞ্চায়েতের ঝুমি নদীর পাড় বরাবর প্রায় তিন জায়গায় ভেঙেছে নদী বাঁধ। এলাকায় পঞ্চায়েতের উদ্যোগে করা কংক্রিটের রাস্তা তাও ধসে গিয়েছে গত বন্যাতে। এলাকার মানুষজনদের অভিযোগ ২০২১ সালের আগস্ট মাসে বন্যায় প্লাবিত হয়ে মনসুকা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তা ও ঝুমি নদীর তীরবর্তী রাস্তার দফারফা হয়েছে।

Ghatal
ঝুমি নদীর পাড় বরাবর ভেঙেছে নদী বাঁধ।

আরও পড়ুন : মাওবাদী নাশকতার সতর্কতা জারি হতেই পশ্চিম মেদিনীপুরের স্টেশন গুলিতে শুরু জোর তল্লাশি

তারপরেও বছর ঘুরে ফের বর্ষা আসার সময় হলেও প্রশাসনের কোনো নজরই নেই আর এতেই ক্ষোভে ফুঁসছে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজন।এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তা মেরামত না করলে ফের বর্ষায় বন্যা হলে চরম সমস্যায় পড়বে এলাকার মানুষজন। নদী বাঁধ মোরামত না করলে ঝুমি নদীর জল ঢুকে প্লাবিত হবে বহু গ্রাম,নষ্ট হবে ফসল সহ চাষের জমি।এবিষয়ে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাত্রি পণ্ডিত সাতিক বলেন” নদী বাঁধ ও রাস্তা নিয়ে সেচ দপ্তর ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে, আশা করি দ্রুত মেরামতের কাজ শুরু হবে।

Ghatal
বন্যার ফলে বিপর্যস্ত বাড়ি

আরও পড়ুন : মেদিনীপুর শহরের নিকাশি ব্যবস্থা সুগম করতে ৩০০০ সাফাই

“ঘাটাল ব্লকের বিডিও ধ্রুবজ্যোতি প্রমানিক বলেন,”১০০ দিনের কাজের প্রকল্পে অনেক এলাকায় মেরামতের কাজ চলছে, এমনকি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও চেষ্টা চালানো হচ্ছে। সেচদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে কারণ ঘাটাল বন্যা প্রবণ এলাকা তাই ম্যাজিকের মতো কাজ করা সম্ভব নয় তবুও আমরা চেষ্টা করছি।

Advertisement

আর ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য সকলেই চেষ্টা করছে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ হলে এই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে।”গত বন্যার ক্ষয়ক্ষতি এখনও মেরামত না হওয়ায় আসন্ন বর্ষায় বন্যার পরিস্থিতি তৈরি হলে যে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়তে হবে তা নিশ্চিত,তাই প্রশাসনের এহেন গা-ছাড়া মনোভাবে বেজায় ক্ষুব্ধ ঘাটালের মনসুকা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ghatal

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.