ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চলতি বছরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলে হাতির হামলাতে মৃত্যু অব্যাহত। আহত ও বাড়ি ভাঙার সংখ্যা উদ্বেগে ফেলেছে বনদফতরকে। পরিস্থিতি নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। লক্ষ্য- মানুষ হাতির সংঘাত কমানো। তবে ২০২৩ এ সোমবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে হাতির হামলাতে মৃতের সংখ্যা ৩, আহত ৭, ঝাড়গ্রাম জেলাতে মৃতের সংখ্যা ৮, আহত ৪ । দুই জেলা মিলিয়ে নতুন বছরে বাড়ি ভাঙার সংখ্যা প্রায় ৫০।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
গবাদি পশু আহতের সংখ্যাও একাধিক। লাগাতার হাতির আক্রমণ রুখতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিল এসইউসিআই। তারা দাবি করেছে, নিয়মিত হাতির হানায় ঘরবাড়ি ভাঙার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। ফসলের ক্ষতি হলেও ক্ষতিপূরণ মিলছে না। দ্রুত পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া, “ময়ূর ঝর্ণা” প্রকল্পকে বাস্তবায়িত করা, জঙ্গলে পর্যাপ্ত খাবার ও জলাশয়ের ব্যবস্থা সহ একাধিক। এদিন সংগঠনের পক্ষ থেকে ২০২৩ সালে আহত এবং মৃতদের তালিকা তৈরি করে জমা দিয়েছে জেলা শাসক দপ্তরে। উপস্থিত ছিলেন, সুশান্ত সাবু, সিদ্ধার্থ শংকর ঘাঁটা, তন্ময় মাইতি সহ অন্যান্যরা।
Elephant Attack
আরও পড়ুন : গোপগড় ইকোপার্কে প্রবেশ করা হাতিকে ট্রাঙ্কুলাইজ করে পাঠানো হল গভীর জঙ্গলে
আরও পড়ুন : ফের হাতি প্রবেশ করল গোপগড় ইকোপার্কে , ট্রাঙ্কুলাইজ করতে গিয়ে আহত রেঞ্জার, পর্যটকদের রাখা হল ওয়াচ টাওয়ারে
২০২৩ সালের শুরু থেকেই হাতির হামলা জঙ্গলমহলের দুই জেলাতে বিশেষ ভাবে দেখা গিয়েছিল। বন দফতরের পর্যবেক্ষণে দেখা গিয়েছে, বহুস্থানেই হাতি লোকালয় সংলগ্ন এলাকার ওপর দিয়ে গেলে সেখানে নানা ভাবে হাতিকে উত্যক্ত করার প্রবনতা দেখা দেয়। মজা করে সেলফি তোলা, বাজি ফাটিয়ে হাতিকে উত্যক্ত করার চেষ্টা হয়েছে। ফলে সেই ক্ষেপে যাওয়া হাতি একটি এলাকা ছাড়লেও অন্য এলাকায় গিয়ে নিজের রাগের ফল দেখায়। তার ওপরে রয়েছে হাতির খাদ্য সংকট। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে চলতি সপ্তাহে কয়েকটি হাতির গতিবিধি নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে বনকর্তাদের।
আরও পড়ুন : বন ও বন্যপ্রাণ সংরক্ষণে বিদ্যালয়ে শিবির, পাঠক্রমে অন্তর্ভুক্তের দাবি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper