পত্রিকা প্রতিনিধি: চাকরির প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো গোপীবল্লভপুরে। এই ঘটনায় শনিবার সকালে এক ব্যক্তিকে গ্রেফতার করল গোপীবল্লভপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীবল্লভপুরের বাসিন্দা রঞ্জিত মন্ডল নামে ওই ব্যক্তি গোপীবল্লভপুর এলাকার বহু মানুষজনদের কে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গোপীবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল গোপীবল্লভপুর থানার পুলিশ। গোপীবল্লভপুর থানার পুলিশ শনিবার সকালে গ্রেফতার করে অভিযুক্তকে। অভিযুক্তকে গ্রেফতার করে আজ ঝাড়গ্ৰাম জেলা আদালতে তোলা হয়। এবং পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের জেল হেফাজতে নেয়, ও পিছনে কে বা কারা রয়েছে তা জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ।
0