Home » Duare Sarkar in School : স্কুলে পরীক্ষা চলাকালীন দুয়ারে সরকার! পশ্চিম মেদিনীপুরে বিতর্ক

Duare Sarkar in School : স্কুলে পরীক্ষা চলাকালীন দুয়ারে সরকার! পশ্চিম মেদিনীপুরে বিতর্ক

by Biplabi Sabyasachi
0 comments

Duare Sarkar in School : Duare Sarkar during school examination! Controversy in Paschim Medinipur

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : স্কুলে চলছে পরীক্ষা,তারই মাঝে দুয়ারের সরকার শিবির। প্রচুর মানুষের জমায়েত হট্টগোলের মধ্যেই ছাত্রছাত্রীদের পরীক্ষা। অমনোযোগী হচ্ছে পরীক্ষার্থীরা স্বীকার করছেন স্কুলের শিক্ষক থেকে এলাকাবাসী। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের কুঁয়াপুর হাইস্কুলে। মঙ্গলবার এই স্কুলে গিয়ে দেখা গেল স্কুলের একদিকের বিল্ডিংয়ে চলছে দুয়ারে সরকার শিবির আর তার ঠিক পাশের বিল্ডিংয়ে কয়েকহাত দুরত্বের মধ্যেই হচ্ছে পড়ুয়াদের পরীক্ষা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

প্রশাসনের এমন সিদ্ধান্তে স্তম্ভিত এলাকার মানুষজনেরা। পরীক্ষা চলাকালীন পাশেই দুয়ারে সরকার শিবির চলায় ছাত্রছাত্রীদের মনোযোগে ব্যাঘাত ঘটছে , মানছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক থেকে পরীক্ষার দায়িত্বে থাকা স্কুলের শিক্ষকরা।স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্যামাপদ চক্রবর্তী জানান,সকাল ১১ টাকা থেকে বিকেল ৪:১০ পর্যন্ত পঞ্চম থেকে দশম শ্রেণির ‘ফাস্ট সামমেটিভ ইভালুয়েশন-২০২৩ (First Summative Evaluation) পরীক্ষা চলছে।বোর্ডের নির্দেশ মতো ১ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে পরীক্ষা নিতে হবে,সেইমতো পরীক্ষা চলছে।

Duare Sarkar in School
নিজস্ব চিত্র

পরীক্ষার তারিখ দুয়ারে সরকার শিবির ঘোষণার আগে থেকেই নির্ধারিত ছিল। পরে দুয়ারে সরকার শিবিরের ঘোষণা হয়।তবে স্কুল সহকারী প্রধান শিক্ষক জানান,গতকাল অর্থাৎ ৩ এপ্রিল শিবিরটি স্কুলে হওয়ার কথা ছিল কিন্ত কাল না হওয়ায় আজ হচ্ছে।তবে পরীক্ষা চলাকালীন স্কুলে দুয়ারে সরকার শিবির চলায় পরীক্ষার্থীদের ব্যাঘাত ঘটছে, কিছু করার নেই বলে জানান স্কুলের সহকারী প্রধান শিক্ষক।যদিও এ বিষয়ে কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর ঘোষ অবশ্য বলেন দুয়ারে সরকার শিবিরের তারিখ ব্লক থেকে ঠিক করা হয়।

নিজস্ব চিত্র

সেইমত কুঁয়াপুর স্কুলে আয়োজন করা হয়েছে।তবে পরীক্ষায় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আলাদা বিল্ডিংয়ে শিবিরটি করা হয়েছে।আমাদেরও তো কিছু করার নেই বলে জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। এই ঘটনায় রাজ্য সরকারকেই তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। এবিষয়ে চন্দ্রকোনার সিপিএম নেতা সুস্মিত পাল বলেন, “সারা রাজ্যই শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে,প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ গোটা শিক্ষা দপ্তর জেলের ঘানি টানছেন।

আরও পড়ুন : রামচন্দ্র বলেছিলেন বন্দুক নিয়ে মিছিল করতে ? দিঘায় BJP-কে আক্রমণ করলেন মমতা

আরও পড়ুন : শিকার বন্ধে তৎপর বন দফতর, বাজেয়াপ্ত করা হবে ব্যবহৃত যানবাহন, দিনভর চলল মাইকিং, পাড়া বৈঠক

সেখানে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার জন্য এরাজ্যের সরকার যে ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে তারই প্রতিফলন আজকের দিনে দুয়ারে সরকারে স্কুলগুলোকে ব্যবহার করা হচ্ছে।” পরীক্ষার দিনে স্কুলে দুয়ারে সরকার শিবিরের আয়োজনের তীব্র ধিক্কার জানিয়েছে সিপিএম।পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্রছাত্রীদের কথা না ভেবে একই দিনে দুয়ারে সরকার শিবিরের আয়োজনকে ঘিরে সমালোচনার মুখে প্রশাসন।

আরও পড়ুন : টোটো-অটো ইউনিয়নের সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর

আরও পড়ুন : সিপিএমের অত্যাচারে খেজুরিতে ঢোকা যেত না, সেই সময় গদ্দাররা কোথায় ছিল : মমতা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Duare Sarkar in School

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.