Home » Biodiversity Park : মেদিনীপুর শহরের উপকণ্ঠে ২৩ একর জমিতে জীব-বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা

Biodiversity Park : মেদিনীপুর শহরের উপকণ্ঠে ২৩ একর জমিতে জীব-বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা

by Biplabi Sabyasachi
0 comments

Biodiversity Park on 23 acres of land on the outskirts of Medinipur town

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহর সংলগ্ন কনকাবতী গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকাতে তৈরি হয়েছে “জীব বৈচিত্র্য পার্ক” (বায়ো ডাইভার্সিটি)। এতে উপকৃত হবে পড়ুয়ারা। খুব শীঘ্রই সাধারণের জন্য উদ্বোধন করা হবে। তার আগে পরিদর্শন করলেন বায়ো ডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ডঃ হিমাদ্রি শেখর দেবনাথ। তিনি জানান, “বিনোদন ও শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে এই পার্কটি।”

আরও পড়ুন:- Z+ শ্রেণির নিরাপত্তা পেতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Biodiversity Park
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- বেলদা এলাকায় খুলে গেল পেছনের তিনটি বগি, বড়সড় দুর্ঘটনা এড়াল ফলকনামা এক্সপ্রেস

মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে মুড়াকাটা এলাকায় পাথুরে ও মোরাম মাটিকে কেটে একটি বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরি করা হয়েছে। বাংলায় যাকে বলা হয় জীব-বৈচিত্র্য পার্ক। যেখানে সাধারণ গাছপালা ছাড়াও হারিয়ে যাওয়া বহু গাছপালা এখানে দেখা যাবে। প্রকৃতিতে দেখা যায় না এমন সব গাছ লাগানো হয়েছে এই পার্কের মধ্যে। নতুন প্রজন্মকে হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচয় করাতে এই পার্ক তৈরি করা হয়েছে।

Biodiversity Park

আরও পড়ুন:- মেদিনীপুর সদরে স্কুলের প্রার্থনা লাইন থেকে আগুন নেভাতে দৌড় ছাত্রদের, কুর্নিশ বন দফতরের

Advertisement

আরও পড়ুন:- পথ দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে! মাথা ফাটল শিক্ষিকার, আহত একাধিক পুলিশ কর্মী

প্রায় ২৩ একর জমিতে এই পার্ক তৈরি সম্পন্ন প্রায়। পার্কের মধ্যে ‘অভায়ারণ্য’ এর মত একটি অভয়া পুকুর তৈরি করা হবে বলে জানানো হয়েছে। যেখানে হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া কয়েকশো প্রজাতির বিভিন্ন রকম মাছ ছাড়া হবে। শনিবার এই পার্কের শেষ পর্যায়ের কাজ খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল বায়ো ডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ড: হিমাদ্রি শেখর দেবনাথ। পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখে কথা বলেন দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে।

আরও পড়ুন:- ‘মেদিনীপুর ভালোবাসা ও আবেগের জায়গা, এখানে আমারও পোলারাইজেশনে কোন আপত্তি নেই’, মেদিনীপুরে দাঁড়িয়ে বললেন অনির্বাণ ভট্টাচার্য

তিনি বলেন, “এই পার্কটি বিনোদন, সংরক্ষণ এবং পুরনো হারিয়ে যাওয়া জীব বৈচিত্রকে ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছে। পার্কের মধ্যে একটি অভয়া পুকুর তৈরি করা হবে। আমাদের বাংলায় সতেরশো প্রজাতির মাছ দেখা যেত। বর্তমানে যা অধিকাংশই দেখা যায় না। সেই ধরনের মাছ ছাড়া হবে এই পুকুরে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য উপযুক্ত শিক্ষণ হবে জীব-বৈচিত্র্য বিষয়ে।” তিনি আরও জানিয়েছেন, রাজ্যের প্রতিটি ব্লকেই এই ধরনের পার্ক তৈরি করা হবে।

আরও পড়ুন:- রামপুরহাট কাণ্ডের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরে নজর পুলিশের, উদ্ধার ৬৮ টি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Biodiversity Park

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.