Home » মধ্যব পান্ডবের পুজোকে ঘিরে মাতোয়ারা দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম

মধ্যব পান্ডবের পুজোকে ঘিরে মাতোয়ারা দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : মধ্যব পান্ডবের পুজোকে ঘিরে উৎসবে মেতেছেন দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলার মানুষজন।বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপূজা, কালীপূজা ও সরস্বতী পূজায় সব বড় পুজো ছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন সময়ে সারা বছরই চলতে থাকে পুজা, সেরকমই হল ভীমপুজো। সংসারের সমৃদ্ধির মনস্কামনা কয়েকশো বছর ধরে মধ্যম পান্ডবের পুজো চলছে জেলায় জেলায় ।

কোতবাজার, মেদিনীপুর শহর

প্রতি বছরের মতো এ বছরও ডিম চতুর্দশী দেখেই এই পুজো শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ।জনশ্রুতি মেনে ভীমকে কোথা চাষের দেবতা মানেন কোথাও আবার শক্তির দেবতা মনে করেই থিমের পুজো পাঠায় নিজেদের মনস্কামনা জন্য পুজো দেওয়া কিংবা পুষ্পাঞ্জলি দেওয়ারও রীতি মানা হয় পূজামণ্ডপগুলিতে এককথায় বিরাটাকার ভীম ঠাকুর দেখতে মানুষের উৎসাহ বেশ নজরকাড়া । যেখানে ভীম ঠাকুরের উচ্চতাই বাড়তি আকর্ষণ হয়ে ওঠে সবার কাছে। কোথাও পনেরো ফুট। কোথাও কুড়ি ফুট বা কোথাও ত্রিশ ফুট । বিশাল সব উচ্চতাসম্পন্ন ভিম ঠাকুরের গলায় টাকা থেকে বাতাসা লম্বা লম্বা মালায় ঢেকে যায় ভিমদেবের শরীর।মেদিনীপুর শহরেও ভীমের পুজো হচ্ছে মহা ধূমধামে। এদিন মন্দিরে পূজা ও অঞ্জলি দিতে ভিড় জমান অনেকেই।

তারাগেড়িয়া ভীম উৎসব, পূর্ব মেদিনীপুর

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.