Home » Jhargram Police : মুখ্যমন্ত্রীর সফরের আগেই বদলি ঝাড়গ্রামের SP কে , নতুন পুলিশ সুপার আসছেন অরিজিৎ সিনহা

Jhargram Police : মুখ্যমন্ত্রীর সফরের আগেই বদলি ঝাড়গ্রামের SP কে , নতুন পুলিশ সুপার আসছেন অরিজিৎ সিনহা

by Biplabi Sabyasachi
0 comments

Before the Chief Minister’s visit, Arijit Sinha will be the new SP of Jhargram

ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুখ্যমন্ত্রীর সফরের আগেই ঝাড়গ্রামে বদলি হলেন পুলিশ সুপার। নতুন পুলিশ সুপার হচ্ছেন অরিজিৎ সিনহা। আগামী ১১ মে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ কে সরিয়ে ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হবে অরিজিৎ সিনহা কে।

Jhargram Police
নিজস্ব চিত্র

যিনি কলকাতা ট্রাফিকের ডিসি ছিলেন । উল্লেখ করা যায় যে গত ২৭ এপ্রিল নবান্ন সভাঘর থেকে প্রশাসনিক বৈঠক করার সময় ঝাড়গ্রাম এর পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ কে মাওবাদী প্রসঙ্গ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী । কিন্তু পুলিশ সুপারের কাছ থেকে সন্তোষজনক কোন উত্তর না পাওয়ায় তিনি বিরক্তি প্রকাশ করেন। তারই পরিপ্রেক্ষিতে কি মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের আগেই পুলিশ সুপারের বদল ।

যা নিয়ে চলছে ঝাড়গ্রাম জুড়ে চলছে আলোচনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম এর পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ কে সরিয়ে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় অরিজিৎ সিনহা কে। আগামী ১১ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে আসবেন। প্রস্তুতি চলছে জোর কদমে। তার কয়েকদিন আগেই পুলিশ সুপারকে বদল করা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Advertisement

অনেকেই মনে করেন জঙ্গলমহলে মাওবাদী তৎপরতা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে নজর রেখেছেন সেভাবে পুলিশ সুপার কাজ করেননি বলে অনুমান। তাই বিশ্বজিৎ ঘোষ কে সরিয়ে নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে বলে জানা যায়। এখনো এক বছর হয়নি বিশ্বজিৎ ঘোষ ঝাড়গ্রামের পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। তারই মধ্যেই তাকে বদলি করে দেওয়ায় ঝাড়গ্রাম জেলা জুড়ে চলছে জোর কদমে আলোচনা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Jhargram Police

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.