Home » Urs Festival : মেদিনীপুরে জোড়া মসজিদে ‘মওলা পাকের’ উরস উৎসবে এলো বাংলাদেশের ট্রেন, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Urs Festival : মেদিনীপুরে জোড়া মসজিদে ‘মওলা পাকের’ উরস উৎসবে এলো বাংলাদেশের ট্রেন, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : করোনা পর্ব কাটিয়ে আবার মেদিনীপুর শহরের জোড়া মসজিদে উরস উৎসবে মাতল দুই বাংলা। একদিন আগেই বৃহস্পতিবার ভোরে মেদিনীপুর স্টেশনে পৌঁছালো বাংলাদেশের ট্রেন। তাতে ২১৬৫ জন রয়েছেন পুণার্থী। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পৌরপ্রধান সৌমেন খান, বিধায়ক দীনেন রায় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানের প্রশাসনিক সভা থেকে তিনি বলেন, “এই উৎসব সম্প্রীতির উৎসব। দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন। আগতদের আন্তরিক অভিনন্দন এবং উদ্যোক্তাদের শুভেচ্ছা জানাই।” সেই সঙ্গে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। ইসলামের যে ধারাটি শান্তি-সম্প্রীতি ও মানব-কল্যাণের আদর্শকে প্রকৃতভাবে তুলে ধরে সেটি হল সুফি ঘরানা। শ্রেষ্ঠ সুফি তরিকা কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা -গওসুল আযম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী পাক যিনি ‘বড় পীর সাহেব’ নামে পরিচিত।

Urs Festival

নিজস্ব চিত্র

তাঁরই ১৯ তম বংশধর তথা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক হযরত সৈয়দ শাহ মুরশেদ আলী আলকাদেরী আলবাগদাদী পাকের ১২২ তম বার্ষিক উরস উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ, তৎ-সংলগ্ন মাজার পাক, দায়রাপাক ও ইস্ত্রীগঞ্জ পাকে। ‘মওলা পাক’ নামে পরিচিত এই মহান সাধক ১৩০৭ বঙ্গাব্দের ৪ঠা ফাল্গুন লোকান্তরিত হন, তাই মূল অনুষ্ঠান ৪ তারিখ হলেও উরস উৎসব চারদিন চলবে।

আরও পড়ুন : বন দফতরের অফিস থেকে ঢিল ছোঁড়া দুরত্বে তাণ্ডব চালালো হাতির পাল

আরও পড়ুন : মেদিনীপুরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন ও শিলন্যাস ৭৫৫ কোটির

জানা গিয়েছে, ১৮৫২ সালের ১৬ ই জুলাই ‘মওলা পাক’ জন্মগ্রহণ করেন। ‘মওলা পাকের’ ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন। পূর্ববঙ্গে অসংখ্য ভক্ত থাকার কারণে তৎকালীন পূর্ববঙ্গের রাজবাড়ী জেলা থেকে একটি রিজার্ভ ট্রেন প্রতি বছর উরস উৎসবে মেদিনীপুর আসতে শুরু করে ১৯০৩ সাল থেকে। পরবর্তীতে কয়েকটি রিজার্ভ বাসযোগেও পুণ্যার্থীরা আসতে শুরু করেন। কিন্তু গত বছর করোনার জন্য বাংলাদেশের স্পেশাল ট্রেন, রিজার্ভ বাস কিছুই আসতে পারেনি। করোনা পর্ব কাটিয়ে এবছর উৎসবে সামিল বাংলাদেশের পুণ্যার্থীরা।

আরও পড়ুন : ভয়ঙ্কর আগুন মুড়াকাটার জঙ্গলে, হিমশিম দমকলের

আরও পড়ুন : মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ ডেপুটেশন আশাকর্মীদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Urs Festival

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.