‘Bangla Moder Garba’ started in Midnapore to promote regional culture.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্য সরকারের ‘বাংলা মোদের গর্ব’ উদ্যোগের লক্ষ্য বাংলার সংস্কৃতির প্রসার ও প্রচারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আকৃষ্ট করা। তাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ দেখা গিয়েছে মেদিনীপুর শহরে। শুক্রবার বিকেলে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশীদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
জেলা শাসক বলেন, “বাংলার সংস্কৃতির প্রসার ঘটানোর জন্য এই উদ্যোগ। বাংলার সংস্কৃতিতে আমি গর্ব করি। মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে নানা পদক্ষেপ নিচ্ছেন। এই জেলায় এক প্রান্তে শিল্প অন্য প্রান্তে কৃষি, আর এক প্রান্তে পটশিল্প, মাদুর শিল্পে সমৃদ্ধ।” ‘বাংলা মোদের গর্ব’ এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন স্টল বসানো হয়েছে। ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর এই অনুষ্ঠানকে ঘিরে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
Midnapore
আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠে বিকল্প রাস্তা
আরও পড়ুন : যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বাড়িতে ঢুকতে দিল না শ্বশুর বাড়ির লোকজন
যা আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা হয়েছে। পাশাপাশি জেলা শাসক এদিন বলেন, “জেলার উন্নয়নের স্বার্থে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে। বিভিন্ন সরকারি প্রকল্পের সহায়তা পাচ্ছেন মানুষজন। ইতিমধ্যে জেলায় ১৪ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ১২ লক্ষ কন্যাশ্রী, সাড়ে ৬ লক্ষ সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে ছাত্রীরা।”
আরও পড়ুন : সরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে
আরও পড়ুন : মেদিনীপুরে মেডিক্যাল হাসপাতালের গেটের মুখে দোকান উচ্ছেদ পুরসভার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper