An end to suffering! There will be an underpass at Tantigeria railway crossing in Midnapore city.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দীর্ঘ যানজটে ভুগতে হতো পথযাত্রীদের। রেল গেট পড়ে গেলে কখন উঠবে তা নিয়ে সমস্যায় জেরবার ছিলেন। অনেক সময় ইমারজেন্সি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিপদে পড়তে হত। এবার সেই ভোগান্তি সমস্যা সমাধান হওয়ার পথে! মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে ওভারব্রিজ বা আন্ডার পাস তৈরির।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেই দাবি মত এবার আন্ডার পাস হবে বলে জানিয়েছেন সাংসদ দিলীপ ঘোষ। ওই আন্ডার পাস তৈরি হওয়ার জন্য সার্ভেও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সাংসদ। তিনি বলেন, “মেদিনীপুরের মানুষজনের দাবি ছিল ওখানে ওভারব্রিজ বা আন্ডার পাস তৈরীর। সেইমত রেলের আধিকারিকদের আমি জানিয়েছিলাম। অমৃত মহোৎসব উপলক্ষে মেদিনীপুর রেল স্টেশনের উন্নতি হচ্ছে। সেই প্রকল্পে তাঁতিগেড়িয়াতে একটি আন্ডার পাস তৈরি হবে।
Midnapore
আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের
আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র্যাগিং কমিটি
তার সার্ভেও হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।” ওই রাস্তা দিয়ে প্রতিদিন কলেজ পড়ুয়া, বিভিন্ন মানুষজন এবং যাত্রীবাহী বাসের যাতায়াত রয়েছে। গেট পড়ে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় তাদের। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরেই মানুষজনদের দাবি ছিল এই সমস্যা সমাধানের। এই খবর খুশি সকলে।
আরও পড়ুন : জেলায় কন্যাশ্রীতে প্রথম সোনাখালি হাইস্কুল ও মেদিনীপুর সিটি কলেজ
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চাল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper