Home » Swasthya Sathi : ৫০০-১০০০ টাকা দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড বানানোর অভিযোগ পূর্ব মেদিনীপুরে, ধৃত ১

Swasthya Sathi : ৫০০-১০০০ টাকা দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড বানানোর অভিযোগ পূর্ব মেদিনীপুরে, ধৃত ১

by Biplabi Sabyasachi
0 comments

Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। ধৃতকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
———————————————————–
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ‍্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার নামে টাকা নেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। ধৃতকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, বিনামূল্যে চিকিত্‍সা পরিষেবার জন্য রাজ্য সরকার দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড।

আরও পড়ুন : রাস্তা তৈরীর দেখভাল করবেন কারা! পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে জখম ২

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে

তাছাড়া এই কার্ড পেতে সাধারণ মানুষকে কোনও টাকা খরচ করতে হয় না। সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। অভিযোগ, এক ব্যক্তি নিজেকে সরকারি কর্মী পরিচয় দিয়ে, পঁচেট এলাকায় দোকান খুলে কার্ড তৈরির নামে বেশ কয়েক জনের কাছ থেকে টাকা নেন। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা।

আরও পড়ুন : ২৩ সেকেন্ডে বিপরীত ক্রমে ‘Z’ থেকে ‘A’, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পশ্চিম মেদিনীপুরের আত্রেয়ী

Advertisement

পটাশপুরের বাসিন্দা সুকুমার প্রধান বলেন, ‘স্বাস্থ্যসাথীর সংযোজন, বিয়োজন করা হচ্ছিল বলে শুনি। ৫০০-১০০০ টাকা নিচ্ছিল। আমরা কাজ বন্ধ করে দিয়ে পুলিশের কাছে তুলে দিই।” যদিও অভিযুক্তের দাবি, অভিযোগ ভিত্তিহীন। অভিযুক্ত সুনীল কুমারের দাবি, ‘সব মিথ্যা কথা। কারও কাছ থেকে টাকা নিইনি।” তৃণমূলকে নিশানা করেছে বিজেপি । দুর্নীতির বিরুদ্ধে দল বলে মন্তব্য তৃণমূলের ।

আরও পড়ুন : সেচ দফতরে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারনার অভিযোগ ঝাড়গ্রামের সরকারি কর্মচারীর বিরুদ্ধে

কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত বলেন, ‘পটাশপুর কেন বাংলার সর্বত্র বহু এজেন্সি কাজ করছে। এরা পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে। সর্বস্তরের দুর্নীতি।” তৃণমূল নেতা ও পঁচেট (২) পঞ্চায়েতের উপপ্রধান প্রণব করের কথায়, ‘আমি খবর পেয়ে বন্ধ করতে বলি। বিডিও, ওসিকে জানিয়েছি। অভিযুক্তকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। টাকাপয়সা নিয়ে কাজের বিরুদ্ধে আমরা। ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড হবে।

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ২

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Swasthya Sathi Card

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.