Elephant Attack : চোলাই মদ পান করতে গিয়ে বৃহস্পতিবার রাত দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা পুলিশ ফাঁড়ির আমজোড় গ্রামে মৃত্যু হয়েছিল অজিত মাহাত নামে এক যুবকের। রাত পর্যন্ত চোলাই ঠেক চলাই আবগারি ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। তারপরই চোলাই ঠেকে অভিযান চালালো আবগারি ও পুলিশ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চোলাই মদ পান করতে গিয়ে বৃহস্পতিবার রাত দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা পুলিশ ফাঁড়ির আমজোড় গ্রামে মৃত্যু হয়েছিল অজিত মাহাত নামে এক যুবকের। রাত পর্যন্ত চোলাই ঠেক চলাই আবগারি ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। তারপরই চোলাই ঠেকে অভিযান চালালো আবগারি ও পুলিশ। ভেঙে তছনছ করে দেয় বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে চোলাইয়ের ঠেকে চোলাই পান করার সময় অতর্কিত হাতির হামলার মুখোমুখি হয়েছিল অজিত ও তার বন্ধু। বন্ধু কোনোভাবে পালাতে সক্ষম হলেও চোলাইয়ে মত্ত অজিত পালাতে না পেরে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। ঘটনার পরেই সেই ঠেকে অভিযান চালালো আবগারি দপ্তর। ভাঙচুর করে সব কিছু নষ্ট করার পর ওই চোলায় ঠেকের মালকিন এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করুন! আধিকারিকদের নিয়ে বৈঠকে নিদান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের
Elephant Attack
পাশাপাশি চাঁদড়া ও শালবনীর জঙ্গল এলাকার বাসিন্দাদের সন্ধ্যা ছ’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত জঙ্গল সংলগ্ন রাস্তায় বেরোতে নিষেধ করেছে বনদপ্তর। বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ করা হয়েছে বাড়িতে মদ বা চোলাই সামগ্রী রাখবেন না। কারণ জঙ্গলে থাকা হাতিরা এই ধরনের জিনিসে আকৃষ্ট হয়।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে কুরুমবেড়া দুর্গ ও মোগলমারি বৌদ্ধবিহার পরিদর্শন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির
তারপরেও ভ্রুক্ষেপ নেই জঙ্গলমহলের একাংশ বাসিন্দাদের। আমজোড় এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় এক মহিলা ওই চোলাই-এর ঠেকটি গভীর রাত পর্যন্ত চালাতেন। পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে লোক এসে ওই ঠেকে ভিড় করত। যার ফলে এক যুবকের মৃত্যু হয়েছে হাতির হানায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper