Home » Purba Medinipur : পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর সভা ঘিরে জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র , উত্তেজনা এলাকায়

Purba Medinipur : পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর সভা ঘিরে জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র , উত্তেজনা এলাকায়

by Biplabi Sabyasachi
0 comments

Purba Medinipur : শুভেন্দু অধিকারী সভা উপলক্ষ্যে বিজেপি, তৃণমূল এবং পুলিশকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ভারতীয় জনতা পার্টির -ডাকে তৃনমূলে লাগামহীন সন্ত্রাস, ভোট পরবর্তী হিংসা, খুন, ধর্ষণ, লুটপাট, মিথ্যা কেসে ফাঁসানো, নিষ্ক্রিয় ও দলদাস প্রশাসনের বিরুদ্ধে ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও ভূপতিনগর থানা ঘেরাও কর্মসূচি আয়োজিত হল শনিবার।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভারতীয় জনতা পার্টির -ডাকে তৃনমূলে লাগামহীন সন্ত্রাস, ভোট পরবর্তী হিংসা, খুন, ধর্ষণ, লুটপাট, মিথ্যা কেসে ফাঁসানো, নিষ্ক্রিয় ও দলদাস প্রশাসনের বিরুদ্ধে ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও ভূপতিনগর থানা ঘেরাও কর্মসূচি আয়োজিত হল শনিবার। শুভেন্দু অধিকারী সভা উপলক্ষ্যে বিজেপি, তৃণমূল এবং পুলিশকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ‘মিনি টর্নেডো’! কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড চন্দ্রকোনার বেশ কয়েকটি গ্রাম

Purba Medinipur
নিজস্ব চিত্র : পূর্ব মেদিনীপুরে ভূপতিনগর থানা ঘেরাও কর্মসূচি

অভিযোগ, বিজেপি কর্মীদের গাড়ি আটকান তৃণমূল সমর্থকরা। দুই পক্ষের মধ্যে হাতাহাতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশকর্মীরা গেলে ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশকর্মীদের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তি, লড়াইয়ে জড়িয়ে যান। পুলিশের লাঠির ঘায়ে মহিলা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ভূপতিনগরে বিজেপির থানা ঘেরাও ও আইন অমান্য কর্মসূচি ছিল। সেই মোতাবেক সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা আন্দোলনের নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও জেলার অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর সফরের পরের দিনই মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঝাড়গ্রামে

Advertisement

ওই বিক্ষোভে তাঁর যোগদানের আগেই তুলকালাম। জানা গিয়েছে, ভূপতিনগর থানা ঘেরাও কর্মসূচির জন্য কাঁথি সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বিজেপি কর্মী-সমর্থক দলে-দলে এই আন্দোলনে যোগ দিতে শুরু করেন। অভিযোগ, তখনই বিভিন্ন জায়গায় তাঁদের বাধা দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, ঠিক ভূপতিনগর থানায় আসার পূর্বে অর্থাৎ মাদাখালি ব্রিজের সামনে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের বাধা দিয়েছে, সঙ্গে মারধর করেছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। গোটা ঘটনার খবর দেওয়া হয় ভূপতিনগর থানায়।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে দীর্ঘদিন বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করলেন প্রশাসনিক আধিকারিকরা

পুলিশ পৌঁছে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কোথাও না কোথাও সেই পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়েও পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের মধ্যে খন্ডযুদ্ধ বাঁধে। বিজেপি কর্মীদের অভিযোগ, ভগবানপুর বিধানসভায় বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে। বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁদের। এদিন বিক্ষোভ সভাস্থল থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভূপতিনগর থানার ওসি অত্যাচার চালাচ্ছেন। আদালতের রায়ের পরও লজ্জা নেই তৃণমূলের।

আরও পড়ুন : মেদিনীপুরে সেলফি জোনের প্রশংসায় দিলীপ ঘোষ, ধন্যবাদ জানালো পৌরসভা

বিরোধীদের কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। বারবার বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। দরকারে ফের আইন অমান্য কর্মসূচি করতে হবে।’ পাশাপাশি কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘কোনও বাধার কাছেই নতি শিকার নয়।’ একই সঙ্গে বিজেপির গণতন্ত্র প্রতিষ্ঠা কর্মসচি মিছিল দেওয়া হচ্ছে না। বারবার বাধার মুখে পড়তে হচ্ছে । দরকারে ফের আইন অমান্য কর্মসূচি করতে হবে।’ পাশাপাশি কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘কোনও বাধার কাছেই নতি শিকার নয়।’ একই সঙ্গে বিজেপির গণতন্ত্র প্রতিষ্ঠা কর্মসূচি মিছিল তিনি পুনরায় শুরু করতে বলেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Purba Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.