বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ইতিহাসের প্রশ্ন বিতর্কের পর এবার পরীক্ষা বাতিল নিয়ে ফের বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষণা হল ওই পরীক্ষাটি বাতিল। এতে চরম হয়রানি পরীক্ষার্থীদের। শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমেস্টারে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল করা হয়েছে। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য, বুধবার ইতিহাস প্রশ্নে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। সেই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাপ্রার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ইউজি বোর্ড অফ স্টাডিসের চেয়ারম্যান ও মডারেশন কমিটির এক সদস্যকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়ায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার সেই বিতর্কে নতুন করে মাত্রা দিল রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন নিয়ে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, প্রশ্ন বিতর্কে ক্ষমা চাইলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
শুক্রবার ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল। সেখানেই প্রশ্ন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছে। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের অধ্যাপকরা সিলেবাস বহির্ভূত প্রশ্নের কথা স্বীকার করেছেন। বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই পরীক্ষা নিয়ামক কলেজগুলিকে একটি বিজ্ঞপ্তি পাঠায়। তাতে লেখা হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে ষষ্ঠ সেমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা বাতিল করা হচ্ছে।

ওই পরীক্ষা হবে আগামী ১৫ তারিখ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত। ইতি চরম হয়রানির শিকার হতে হচ্ছে পরীক্ষার্থীদের। তাদের অভিযোগ, দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে যেতে হয় কলেজগুলিতে। মানসিকভাবে ক্ষতিগ্রস্থের পাশাপাশি দুঃস্থ পরিবারগুলিতে আর্থিক খরচেও টান পড়বে। তবে পুরো বিষয় নিয়ে প্রশ্নকর্তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কিভাবে প্রশ্ন করা হয়? না দেখেই কি প্রশ্ন ছেপে দেওয়া হচ্ছে? সিলেবাসের বিষয়বস্তু কি রয়েছে তা কি জানেন না প্রশ্নকর্তারা? তাদের গাফিলতির শিকার হতে হচ্ছে পরীক্ষার্থীদের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Exam controversy
Biplabi Sabyasachi Largest Bengali Newspape