বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রবীণ বাম নেতা অনিল দাস (ভীম দা)-কে প্রকাশ্য রাস্তায় মারধরের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। অভিযুক্ত বেবি কোলেকে ৩০ জুন (সোমবার) এই মর্মে শোকজ করেছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। অবশেষে ৬ দিনের মাথায় শো-কজের জবাব দিলেন বেবি কোলে। যদিও, সেই শোকজের উত্তরের প্রাপ্তি স্বীকার করেননি তৃণমূলের জেলা সভাপতি। তিনি বলেন, “অফিসিয়ালি আমি হাতে পাইনি। সমাজমাধ্যমেই জানতে পারছি। অফিসিয়ালি হাতে পাই, তারপরই বিষয়টি রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা করব এবং আপনাদেরও এই বিষয়ে প্রতিক্রিয়া দেব।” অপরদিকে, বেবি কোলের সূত্রে শোকজের যে জবাব আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে লেখা হয়েছে, “প্রথমে উনি (অনিল দাস) আমাকে নির্যাতন করেছেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : ফের মেদিনীপুর সদর ও শালবনিতে হাতির তাণ্ডব, ভাঙলো স্কুল, ক্ষোভ গ্রামবাসীদের
নিজেকে রক্ষা করতেই আমি পাল্টা ওই পথ বেছে নিয়েছিলাম।আর ওই বিষয়টি ছিল পুরোপুরি ব্যক্তিগত। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়নি বলেই আমি মনে করি।” সেইসঙ্গে বেবি এও লিখেছেন, “আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকেই ওই ব্যক্তি আমার ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও ধারাবাহিকভাবে হস্তক্ষেপ করে চলেছেন। আর আমাকে কি কি উপায়ে উনি নির্যাতন করেছেন, তা যদি সুযোগ দেওয়া হয় আমি আপনাকে বলতে চাই। এই চিঠিতে তা বলা সম্ভব নয়।”

আরও পড়ুন : অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুন স্ত্রী ও প্রেমিকের

মৃতের দাদার অভিযোগ, “আমরা গিয়ে দেখি তার গলায় একাধিক চিহ্ন রয়েছে। রক্তও রয়েছে। কেশপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় কেউ মেরেছে তাকে। এরপরই আনন্দপুর থানায় অভিযোগ জানায়।”

তিনি আরো বলেন, “বৌমার সঙ্গে ওই যুবকের ফোনে কথাবার্তা হতো। মাঝেমধ্যেই বৌমা বাড়ি থেকে বেরিয়ে যেতেন। সাত-আট দিন পরে ফিরতেন। কিছু বললেই উল্টে আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করার হুমকি দিতেন। ভাইয়ের সঙ্গে এর আগে গন্ডগোল হয়, মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। রবিবার রথের মেলা গিয়ে বৌমা বাড়ি ফিরে এলেও ভাই ফিরে আসেনি। বাড়িতে এসেও আমাদেরকে কিছু জানায়নি। পরে সকালের দিকে আমাদের জানায় ভাই বাড়ি ফিরে আসেনি বলে। তখন আমরা খুঁজতে গিয়ে দেখি সাইকেলে একটি গাছে দাঁড় করানো রয়েছে। তার কিছুটা দূরে ভাইয়ের দেহ পড়ে রয়েছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Public assault
Biplabi Sabyasachi Largest Bengali Newspape