Elephant Attack: Elephants again tried to enter Medinipur city, forest workers spent the night.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কয়েক বছর আগে দলছুট দাঁতাল ঢুকে পড়েছিল মেদিনীপুর শহরে। তাতে হুলুস্থূল কান্ড বেঁধে গিয়েছিল। আবার গত বছর ২৮ মার্চ গোপগড় পার্কে ঢুকে পড়েছিল হাতি। আতঙ্ক সৃষ্টি হয় পার্কের ভেতরে থাকা পর্যটকদের মধ্যে। হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করতে গিয়ে অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছিলেন তৎকালীন মেদিনীপুর রেঞ্জের রেঞ্জার পাপন মহান্ত। ফের সেই একই দিনে একই স্থানে হাজির হলো চারটি হাতি। মেদিনীপুর শহরকে রক্ষা করতে রাতভর লড়াই চালালেন ৩৫ জনের বেশি হুলা টিমের সদস্য ও বনদপ্তরের আধিকারিক, কর্মীরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ঘটনাটি বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহর সংলগ্ন গোপগড় ও বৈশাখীপল্লী এলাকায়। জানা গিয়েছে, সন্ধ্যা নাগাদ চারটি হাতি বাগডুবির জঙ্গল থেকে হাজির হয়ে যায় নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন এলাকায়। ওই এলাকার লোকজন চেঁচামেচি ও হুল্লোড় করে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করে। এরপর সেখান থেকে তাড়া খেয়ে হাতিগুলি হাজির হয় রাত দশটা নাগাদ গোপগড় পার্কের কাছে। গত এক বছর আগে এই দিনে পার্কের ওই স্থানেই হাজির হয়েছিল একটি হাতি। একাধিক জায়গায় হামলায় জড়িত ওই হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করার জন্য বনদপ্তর উদ্যোগ নিয়েছিল৷ নেতৃত্বে থাকা তৎকালীন রেঞ্জার পাপন মাহন্তকে মেরে ফেলার চেষ্টা করেছিল সেই হাতি। অল্পে প্রাণে রক্ষা পেয়েছিলেন হাতিটি স্লিপ করে পড়ে যাওয়ার কারণে। সেই একই দিনে একই জায়গায় এবার চারটি হাতি বৃহস্পতিবার রাতে। বনদপ্তর উদ্যোগ নেয় সেখান থেকে হাতিগুলিকে বের করার।
Elephant Attack
সেখান থেকে তাড়া খেয়ে মেদিনীপুর শহরের প্রান্তে বৈশাখীপল্লীতে প্রবেশ করে হাতিগুলি। রাত ১১ টা নাগাদ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মেদিনীপুর শহরে প্রবেশ করতে পারতো যেকোনো সময়। বড় বিপদের সম্ভাবনা আঁচ করে মেদিনীপুর রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা ডেকে নেন চাঁদড়া রেঞ্জের বনকর্মীদের। রাত সাড়ে বারোটা পর্যন্ত চলে হাতি তাড়ানোর কাজ। ব্যারিকেড করে দেওয়া হয় মেদিনীপুর শহরে প্রবেশের রাস্তা৷ লক্ষ্য- মেদিনীপুর শহরে যাতে প্রবেশ করতে না পারে। সেখান থেকে তাড়ালে হাতির দল প্রথমে খেজুরডাঙ্গা গ্রামে প্রবেশ করে। অবশেষে বনকর্মীরা দেলুয়া হয়ে ভাদুতলার জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হয়। তবে এই ঘটনা ভয় ধরিয়ে দেয় বনদপ্তরের আধিকারিক ও কর্মীদের মধ্যে।
আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে
আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর
কারণ চারটি হাতি মেদিনীপুর শহরে প্রবেশ করলে রাতভর কেমন তাণ্ডব চলত তা নিয়ে সকলেই শিহরিত। অন্যদিকে এফসিআই গোডাউনে ঢুকে শাটার ভেঙে চাল খেলো দলছুট দাঁতাল ‘রামলাল’। ঘটনাটি শুক্রবার সকালে পিড়াকাটার কলসিভাঙ্গা এলাকায়। ওই এলাকায় একটি এফসিআই গোডাউন রয়েছে। সেখানে কোনভাবে জঙ্গল ছেড়ে ঢুকে পড়ে। রামলালকে দেখতে ভিড় জমায় স্থানীয়রাও। গেটে থাকা সিকিউরিটি বাধা দিলে তার সঙ্গেও তর্ক-বিতর্ক এবং ঠেলাঠেলি বেঁধে যায়। পরে গেট ঠেলে ভেতরে ঢুকে যায় অতি উৎসাহিত জনতা। অনেকে হাতির কাছাকাছি গিয়ে সেলফি তোলারও চেষ্টা করে। যাতে বড়সড় কোন বিপদ ঘটতে পারত। পরে পরিস্থিতি সামাল দেয় পিড়াকাটা রেঞ্জের বনকর্মীরা। হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper