“I have come to extend humanitarian aid, not to do politics”, said Mamata Banerjee when she came to Khadikul in Egra
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুরের এগরা থানার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায় এগরায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সকাল থেকেই। সভাস্থলে এসেছেন নিহতদের পরিবার। শুধু তাঁরাই সভাস্থলের মঞ্চে। এসেছেনএডিজি সিআই এফ জ্ঞানবন্ত সিং, ডিআইজি মেদিনীপুর প্রসূন বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর সিকিউরিটি, এসপি, ডিএম-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এদিন তিনি খাদিকুল গ্ৰামের অস্থায়ী হেলিকপ্টারে মাঠে পৌঁছে বিস্ফোরণকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। বিস্ফোরণ কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। নিহতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা। এছাড়া নিহতদের পরিবারপিছু একজনকে হোমগার্ডের চাকরিও দেন। নিজে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে নিয়োগপত্র এবং চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের খুদে সদস্যদের পড়াশোনার দায়িত্ব নেওয়ারও নির্দেশ দেন।
Mamata Banerjee
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম থেকেই যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আমাদের নেতৃত্বের টিমও পাঠিয়েছি আমি। ওয়েদার খারাপ থাকার জন্য আসতে পারব কি না ভাবছিলাম। আমি একটাই কারণে এসেছি, মানবিক। এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে৷ মুখ্যসচিবের নেতৃত্বে আমরা একটা কমিটি তৈরি করেছি৷ কমিটির রিপোর্ট আসতে দু মাস সময় লাগবে৷ যাঁরা এই বাজি তৈরির সঙ্গে যুক্ত তাঁদের জীবিকা যাতে নষ্ট না হয় আমরা দেখব৷ আবার তাঁদের নিরাপত্তার বিষয়টিও দেখা হবে৷ আমরা পরিবেশবান্ধব বাজি তৈরির জন্য ক্লাস্টার তৈরি করব৷ যেখানে যেখানে বাজি কারখানা আছে, সেখানে জনবহুল এলাকার বাইরে আমরা এই ক্লাস্টার তৈরি করে দেব৷
অনেকে পয়সার লোভে বেআইনি বাজি তৈরি করে৷ অনেকে টাকার লোভে এসব করে৷ নিজেও মারা গেল, সঙ্গে অনেককে নিয়ে গেল৷ আমরা ঘটনার দিন থেকেই যোগাযোগ রেখেছি৷ আমার উদ্দেশ্য মানবিক৷ মানুষ চলে গেলে তাঁর পরিবার পড়ে থাকে৷ এসব নিয়ে অনেকে রাজনীতি, জলঘোলা করেছে৷ আমি মানবিক সাহায্যের হাত বাড়াতে এসেছি৷ রাজনীতি করতে নয়৷’ তিনি আরও বলেন, যাঁরা এই দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ পাশাপাশি, পরিবারের একজন সদস্যকে পুলিশে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিন খাদিকুল গ্রামের মঞ্চ থেকেই নিহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের টাকা এবং নিয়োগ পত্র তুলে দেওয়ার নির্দেশ দেন তিনি।এর পাশাপাশি রাজ্যে বজ্রাঘাতে নিহতদের পরিবারকেও ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, আমি এলাকার লোকজনকে বলব, ওসিকে জানান এরকম বেআইনি বাজি তৈরি হলে। ওসি ব্যবস্থা না নিলে আমাকে বলুন। ২ দিনে ওসিকে বদলে দেবো। এখানকার ওসিকেও বদলানো হয়েছে। কারণ, তাঁকে বলা সত্ত্বেও অ্যাকশন নেননি। উপরমহলের ইন্টালিজেন্স যদি সঠিক সময়ে কাজ করত তাহলে এরকম হতো না।
আরও পড়ুন : নব জোয়ার যাত্রাতে জঙ্গলমহলে অভিষেকের পাশাপাশি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি তুঙ্গে
আমি জানি ঝাড়খণ্ড রাজ্য থেকে অনেক অস্ত্র আসে, এটা ওড়িশা বর্ডার। এখান থেকে ক্র্যাকার্স বানিয়ে ওড়িশায় যায়। আমার নলেজে সবই আছে। বর্ডার সিল করুন। হোমগার্ডের চাকরি যাঁরা পেলেন, বর্ডারে নিযুক্ত করুন। এলাকায় কাজ করবে, বাইরেও যেতে হবে না। পুলিশের সঙ্গে যোগাযোগও রাখতে পারবে। প্রসঙ্গত, গত ১৬ই মে এগরার খাদিকুলে বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় মোট ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ওই কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগকেও মৃত্যুর আগে গ্রেফতার করা হয়।ওডিশার কটকে একটি নার্সিংহোমে খোঁজ মেলে ভানুর। আহত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি ছিল ভানু ও তার ছেলে ও ভাইপো। তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। এরপর আজ , রামনগর থেকে গ্ৰেফতার হয় ভানু বাগের স্ত্রী গীতারানি বাগ।গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে CID । তবে আজ বিকেলেই খাদিকুলের বিস্ফোরণ স্থল পরিদর্শনে যাচ্ছে সুজন চক্রবর্তীর নেতৃত্বে বিরোধী দল সিপিআইএম।
আরও পড়ুন : ঝুমুর-কীর্তণ দলে নৃত্য ও জঙ্গলের শাল পাতা বিক্রি করে উচ্চ মাধ্যমিকে সফল শালবনীর লক্ষ্মী
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যে যুগ্ম প্রথম ঝাড়গ্রামের দুই আদিবাসী কন্যা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper