ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের মানবিক মুখ ঝাড়্গ্রাম পুলিশের(Jhargram District Police)। গত ২৮ ডিসেম্বর এক নাবালিকা মেয়েকে ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির সংলগ্ন এলাকায় অস্বাভাবিকভাবে ঘুরাঘুরি করতে দেখা যায়। স্থানীয় এলাকাবাসীরা তাঁকে ইতস্থ ঘুরে বেড়াতে দেখে ঝাড়গ্রাম থানায় খবর দেন। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ।
নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ওইদিন রাতে ঝাড়গ্রাম হাসপাতালে ( Jhargram Hospital) ওয়ান টক সেন্টারে নিয়ে গিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করেন মহিলা থানার পুলিশ। এবং পরের দিন ২৯ ডিসেম্বর তাকে পুনরায় কোর্টে তোলা হয় । জিজ্ঞাসাবাদের পর যেটুকু তথ্য পায় ঝাড়গ্রাম থানার পুলিশ তা পুরোটাই ভুয়ো হিসেবে প্রমাণিত হয়। পুনরায় মহামান্য বিচারপতি নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দেন।
নির্দেশমতো পুলিশ তাঁকে খড়গপুর হোমে রেখে আসেন ।পুনরায় নাবালিকাকে আজ সোমবার আদালতে তোলার জন্য যখন নিয়ে আসা হয় সেই সময় পুলিশকে সঠিক বাড়ির ঠিকানা জানায় ওই নাবা লিকা। তারপরেই পুলিশ তাঁর পরিবারের সাথে যোগাযোগ শুরু করেএবং ঝাড়্গ্রাম থানার পুলিশের সাথে যোগায়োগ হয় তার পরিবারের। নাবালিকার মা ও বাড়ির সদস্যরা তাদের সঠিক পরিচয় পত্র নিয়ে হাজির হয় থানায়।
আরও পড়ুন : মেদিনীপুর শহরে নাবালিকা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার যুবক
ওড়িশা (Orissa) রাজ্যের পুরিতে (Puri) সে মাসি বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল তারপরেই হারিয়ে যায় , এমনটাই জানা গেছে পরিবার সূত্রে। আজ ২ জানুয়ারি পুনরায় কোর্টে তোলা হলে মহামান্য বিচারপতি মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন ঝাড়গ্রাম থানার পুলিশকে। তাঁর পরেই পুলিশ বেলা ৩ টের সময় পরিবারের হাতে মেয়েটিকে তুলে দেন।
আরও পড়ুন : শালবনীতে হাতির হানায় জখম এক ব্যক্তি, ভর্তি মেদিনীপুর হাসপাতালে
আরও পড়ুন : তৃণমূলের কার্যালয়ে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর সদরে
মেয়েকে কাছে পেয়ে খুশি তার পরিবার, মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য ঝাড়গ্রাম থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সকলেই। ঝাড়গ্রাম থানার পুলিশের এই ঘটনার পরিপেক্ষিতে খুশি জেলার মানুষ।একের পর এক কাজ করে চলছে আইসি (I.C) বিপ্লব কর্মকার বিভিন্ন সময় মানুষের পাশে থাকার পাশা পাশি শহরে মানুষের যে ভাবে নিরাপত্তা চাদর দিয়ে মুড়ে রেখেছেন তাতে জেলা পুলিশকে স্যালুট (salute) জানাচ্ছে জেলাবাসী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram Police
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper