Crops of land destroyed in Medinipur Sadar due to continuous elephant attack
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বোরো ধান চাষ করতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকার কৃষকদের। চাঁদড়া এলাকায় 14-15 টি হাতি বেশ কয়েকদিন ধরে নষ্ট করছে ফসল। আর নিয়ম করে হাতির দল প্রতিদিন চাঁদড়ার বিভিন্ন গ্রামে ধান জমি তছনছ করে দিচ্ছে। শনিবার রাতে চাঁদড়ার কেশাসোল গ্রামের ধান জমির বেশ কয়েকবিঘা লন্ডভন্ড করে দিয়েছে।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী! হাসপাতালের বেডে বসেই দিল মাধ্যমিক
আরও পড়ুন:- বন দফতরের নিষেধাজ্ঞাকে গুরুত্ব না দিয়ে মেদিনীপুর সদরে জঙ্গলে আগুন লাগানোর অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর
প্রতিদিনই ওই এলাকার কোথাও না কোথাও ধানজমিতে নামছে হাতির দল। ধান গাছ যত না খাচ্ছে তার চেয়ে বেশি পা’তে নষ্ট হচ্ছে। স্বাভাবিক ভাবেই ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে । গ্রামবাসীদের বক্তব্য 14-15টি হাতি রয়েছে এলাকায়। শুক্রবার পর্যন্ত বন দফতর জানিয়েছিল 5-6 টি হাতি রয়েছে। যা নিয়ে বিতর্কও শুরু হয়। বেশ কয়েকদিন বিকেলের পর থেকেই হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয় কিংবা ধানজমিতে চলে আসছে।
Elephant Attack
আরও পড়ুন:- আগ্নেয়াস্ত্র সহ বিহারের ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ
গ্রামবাসীদের আরও অভিযোগ খবর দেওয়া হলেও বনদফতরের লোকজন সময়মত আসছে না। অতি বর্ষণে ধান বা আলু চাষে তেমন লাভ হয়নি বলে দাবি কৃষকদের। এবার খরচ করে সেচের জল দিয়ে বোরো চাষ করা হচ্ছে, কিন্তু ফসল ঘরে তোলার আগেই হাতিতে সব শেষ করে দেওয়ায় ক্ষোভ বাড়ছে কৃষকদের।
আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে জেসিবি দিয়ে বালি তোলার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore