পত্রিকা প্রতিনিধি : ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের মোহনপুর।বিজেপি কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ।বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ করে বোমাবাজি করার অভিযোগ ও তৃণমূলের দিকে।তৃণমূলের বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের।ঘটনা রবিবার দুপুরের। মোহনপুরের আঁতলা এলাকায় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ।ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাদের।গুরুতর আহত অবস্থায় মহিলা সহ চারজন বিজেপি কর্মী ভর্তি মোহনপুর গ্রামীন হাসপাতালে।বিজেপির অভিযোগ প্রশাসনের সামনে তাদের মারধর করে তৃণমূলের বেশ কয়েকজন।পরে বোমাবাজিও করে বিজেপি কর্মীর বাড়িতে।প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির জেলা সভাপতি বলেন-“প্রশাসন নিরব দর্শক ভুমিকা নিয়েছে।আঁতলা এলাকায় সংখ্যালঘু মানুষের মধ্যে বিজেপি দল শক্তিশালী হওয়ায় তৃণমূলে আসার জন্য এই ঘটনা ঘটিয়েছে।”যদিও তৃণমূলের দিকে উঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাঁতন বিধান সভার বিধায়ক বিক্রম প্রধান বলেন-“ঘটনা সম্পুর্ন পারিবারিক।এর মধ্যে বিজেপি-তৃণমূল এর কোন ঘটনা নেই।যে অভিযোগ বিজেপি করছে তা ভিত্তিহীন।”
ঘটনার পর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ।
0
previous post