ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাহাকার পড়ে গিয়েছে জায়ান্ট স্ক্রিনের। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছে উদ্যোক্তারা খেলা দেখার জন্য একটা জায়ান্ট স্কিনের জোগাড় করতে। শহর থেকে গ্রাম মেতে উঠেছে বিশ্বকাপ জ্বরে। ২০০৩ সালের পর ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সেই বারে পরাজয়ের বদলা নিতেই এবার মুখিয়ে রয়েছে ভারতবাসী। মেদিনীপুর শহরের কলেজ মাঠে পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয়েছে ম্যাচ দেখানোর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
অপরদিকে অরবিন্দ স্টেডিয়ামে সিএবির নির্দেশে জেলা ক্রীড়া সংস্থা ম্যাচ দেখানোর আয়োজন করেছে। শুধু শহর নয়, গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে বসছে জায়ান্ট স্ক্রিন অথবা বড় এলইডি টিভি। আর এই জায়ান্ট স্ক্রিনের এত চাহিদা যার ফলে দাম বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতির সুযোগ বুঝে ব্যবসায়ীরাও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হাঁকছেন, তাও মিলছে না।
আরও পড়ুন : সরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে
আরও পড়ুন : মেদিনীপুরে মেডিক্যাল হাসপাতালের গেটের মুখে দোকান উচ্ছেদ পুরসভার
পশ্চিম মেদিনীপুর জেলার সিএবি প্রতিনিধি সুজয় হাজরা বলেন, “মানুষের আবেগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা লুঠ করার চেষ্টা করলে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” মেদিনীপুর কেবল অপারেটর এসোসিয়েশনের কর্মকর্তা অরুণ চৌধুরীর বক্তব্য, “মেদিনীপুর শহরে প্রোজেক্টের মাধ্যমে দেখানোর জায়ান্ট স্ক্রিনের সংখ্যা অনেক কম। কিন্তু চাহিদা কয়েকগুণ। গোটা জেলা থেকেই ফোন আসছে। কিন্তু কোন ভাবেই তা সাপ্লাই দেওয়া সম্ভব নয়।”
আরও পড়ুন : দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেনে প্রথম মহিলা চালক দীপান্বিতা
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হুলা টিমের সদস্যের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
World Cup 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper