ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাতির হানায় মৃত্যু হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ। তার 24 ঘন্টা পেরোনোর আগেই মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল বন দফতরের রূপনারায়ণ বন বিভাগ। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের হুমগড়ে। মৃতের নাম বংশীবদন মুখার্জি (70)। বাড়ি বাঁকুড়া জেলার ধানঘোরী এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
স্থানীয়রা জানিয়েছিলেন, হুমগড় এলাকায় পুজো সেরে সাইকেলে করে জঙ্গল পথে বাড়ি ফেরার পথে পেরুয়াবাঁধ এলাকার জঙ্গলে হাতির সম্মুখে পড়ে যান তিনি। সেখানেই তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারে। রাস্তায় অন্যান্য পথচারীরা দেখতে পেয়ে খবর দেয় বন দফতরে। বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যায় বাঁকুড়ার সিমলাপাল হাসপাতালে। সন্ধ্যা সাতটা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন করে হুলা টিম। নতুন করে আরও কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক বন দফতর। চেষ্টা চলে হাতিটিকে সরানোর।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ২৯৫ জন আধিকারিককে ভোট পরিচালনার বিশেষ পদে নিয়োগ রাজ্য নির্বাচন কমিশনের
আরও পড়ুন : ফের হাতির হানায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরে, আতঙ্ক
শুক্রবার সকালে ওই এলাকায় মাইকিং করার পাশাপাশি জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে পাহারায় হুলা টিমের সদস্যরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সকালের পর হাতিটিকে বাঁকুড়া জেলায় পাঠানো গিয়েছে। শুক্রবারও সারা রাত হুলা টিম পাহারায় থাকবে যাতে পুনরায় আবার প্রবেশ না করে। এদিন বিকেলে মৃত ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, রূপনারায়ণ বনবিভাগের এডিএফও জুঁই অধিকারী, হুমগড়ের রেঞ্জার বাবলু মান্ডি।
আরও পড়ুন : আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য ঘাটালের দুই কন্যার
আরও পড়ুন : জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠকের পরও অব্যাহত কুড়মি আন্দোলন, ভোগান্তি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Panchayat Election
– Biplabi Sabyasachi Largest