Elephant Attack
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাস্তার পথচারীদের বাঁচাতে গিয়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল বন দফতরের ঐরাবত গাড়িটি। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা নাগাদ চাঁদড়া রেঞ্জের আমাঝর্ণা এলাকায়। জানা গিয়েছে, কলাইকুন্ডা থেকে বৃহস্পতিবার ভোরে চাঁদড়া রেঞ্জের সুকনাখালিতে ৬৫ টি হাতির একটি পাল প্রবেশ করে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
দুপুর থেকে হাতির ওই পালটিকে লালগড় রেঞ্জের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে হুলা পার্টি। বিকেল বেলায় অধিকাংশ হাতি চাঁদড়া-পিড়াকাটা পিচ রাস্তা পেরিয়ে গেলেও পেছনে দলছুট হয়ে একটি হাতি থেকে যায়। এদিন সন্ধ্যা বেলা হঠাৎ হাতিটি ওই রাস্তার উপরে উঠে হাঁটতে শুরু করে। রাস্তার দুই প্রান্তে পথচারী সহ বিভিন্ন মানুষজন দাঁড়িয়ে পড়েছিলেন।
Elephant Attack
আরও পড়ুন : বেআইনিভাবে গাছ কেটে বাড়িতে মজুত, বাজেয়াপ্ত করল বন দপ্তর ও বন সুরক্ষা কমিটি
সাইকেল, মোটর সাইকেলে ছিলেন মহিলা ও শিশুও। তাদের লক্ষ্য করে হাতিটি এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে হাজির থাকা বন দফতরের ঐরাবত গাড়িটি হাতিটিকে বাধা দিতে যায়। হাতিটিও পাল্টা শুঁড়ে করে ধাক্কা মারে। দাঁত দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। ক্ষতি হয়েছে গাড়ির দরজাও। প্রত্যক্ষদর্শীরা জানান, বন দফতরের ওই গাড়িটি না এলে বড় কোন বিপদ ঘটতে পারত।
আরও পড়ুন : আবাস যোজনার বাড়িকে কেন্দ্র করে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর সদরের পাঁচখুরী
আরও পড়ুন : গুড়গুড়িপাল এলাকায় মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali