পত্রিকা প্রতিনিধি: করোনাকালে (Corona) ডাক্তারের অভাব মেটাতে রাজ্য সরকার (West Bengal Government) সিদ্ধান্ত নিয়েছে ৬ টি নতুন মেডিকেল কলেজ চালু করবে। যে কলেজগুলিতে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ডাক্তারি ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ (Jhargram Medical College) ।
ঝাড়গ্রাম পৌরসভার (Jhargram Municipality) ১৮ নম্বর ওয়ার্ডে নতুন মেডিকেল কলেজ (Medical College) তৈরীর কাজ চলছে । কিন্তু তার আগেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজে পঠন-পাঠন শুরু করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। তাই সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের চার সদস্যের প্রতিনিধিদল ঝাড়গ্রাম(Jhargram) শহরে আসেন। ওই প্রতিনিধিদলটি প্রথমে ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ে গিয়ে জেলাশাসক জয়সী দাশগুপ্ত (Joysee Dasgupta) সাথে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন।
এরপর স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদলটি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল (Jhargram Super Speciality Hospital) সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন । ঝাড়গ্রাম মেডিকেল কলেজ যেখানে তৈরি হচ্ছে সেই এলাকায় গিয়ে কাজকর্ম খতিয়ে দেখেন। এরপর তারা ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে মেডিকেল কলেজের বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন । স্বাস্থ্য দপ্তরে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন গোপীবল্লভপুর (Gopiballavpur) বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো (Dr. Khagendranath Mahata)। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ চালু করার নির্দেশ দিয়েছেন। তাই সোমবার স্বাস্থ্য ভবন থেকে আসা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলটি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ চালু করার বিষয়টি খতিয়ে দেখেছেন এবং তারা ফিরে গিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিস্তারিতভাবে জানাবেন।