Violence of sand tractors on the road, beating to protest! Tensions in West Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাস্তায় দৌরাত্ম্য বালি গাড়ি, প্রতিবাদ করতেই মারধরের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকায়। জানা গিয়েছে, টাবাগেরিয়া এলাকায় কংসাবতী নদী থেকে বালি তুলে বেপরোয়াভাবে ট্রাক্টর যাতায়াত করে হাজিচক এলাকার ওপর দিয়ে। এমনই কয়েকজন ট্রাক্টর চালক রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে গল্প করছিলেন। বাইকে যাওয়ার সময় এক দম্পতির রাস্তা না পেয়ে প্রতিবাদ করলে বাঁশ লাঠি নিয়ে চড়াও হয় ট্রাক্টর চালকরা। মাথা ফাটে প্রতিবাদীর। শুক্রবার সকাল থেকে তার জেরে অবরোধ করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, টাবাগেড়িয়া এলাকা থেকে একদল অসাধু ব্যবসায়ী প্রতিদিনই দ্রুত গতিতে বালি ট্রাক্টর নিয়ে সরিষাখোলা এলাকার রাস্তার উপর দিয়ে বেরিয়ে যাতায়াত করে। এর ফলে বেহাল হয়ে পড়ে রাস্তা। দ্রুত গতিতে যাওয়া ওই ট্রাক্টর চালকদের কারণে এর আগে দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে কয়েকজন ট্রাক্টর চালক ওই রাস্তার ওপরে হাজীচক এলাকায় ট্রাক্টর দাঁড় করিয়ে গল্প করছিলেন। ওই সময় সংকীর্ণ রাস্তা দিয়ে যেতে না পেয়ে প্রতিবাদ করেন বাইকে থাকা এক দম্পতি। তা থেকেই তর্ক শুরু হয়, পরে বেপরোয়া ট্রাক্টর চালকেরা লাঠিসোটা নিয়ে ওই দম্পতির ওপরে আক্রমণ করে বলে অভিযোগ।
তাতে মাথা ফেটে যায় টাবাগেরিয়া এলাকার বাসিন্দা ওই প্রতিবাদী বাইক চালকের। উত্তেজনা তৈরি হয় এলাকায়। শুক্রবার সকাল থেকে ওই ঘটনার জেরে অভিযুক্ত ট্রাক্টর চালকদের গ্রেপ্তারের দাবিতে টাবাগেরিয়া এলাকায় পথ অবরোধ শুরু করে স্থানীয় মানুষজন। দীর্ঘ যানজট তৈরি হয়ে যায় এর ফলে। বালি বয়ে নিয়ে যাওয়া বহু ট্রাক্টর সার দিয়ে দাঁড়িয়ে পরে ওই এলাকায়। উত্তেজনা চরম আকার ধারণ করলে সেখানে ছুটে আসে কেশপুর থানার পুলিশ। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হবে এমন আশ্বাস দিলে অবরোধ উঠে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
West Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore