Home » Midnapore : মেদিনীপুরে এক মাঠের দুই প্রান্তে দুই পুজো, উদ্বোধনে হাজির শুভেন্দু-ভারতী ও জুন মালিয়া

Midnapore : মেদিনীপুরে এক মাঠের দুই প্রান্তে দুই পুজো, উদ্বোধনে হাজির শুভেন্দু-ভারতী ও জুন মালিয়া

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore : মেদিনীপুর শহরের পুরনো ঐতিহ্যবাহী শরৎপল্লী সর্বজনীন পুজো এবার দুই রাজনৈতিক মতাদর্শে ভেঙে গেল। ছোট্ট একটি মাঠের দুই প্রান্তে দুই মতাদর্শের দুই পৃথক পূজা মন্ডপ। একটি উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষ, অন্যটির উদ্বোধন করলেন জুন মালিয়া ও তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরের পুরনো ঐতিহ্যবাহী শরৎপল্লী সর্বজনীন পুজো এবার দুই রাজনৈতিক মতাদর্শে ভেঙে গেল। ছোট্ট একটি মাঠের দুই প্রান্তে দুই মতাদর্শের দুই পৃথক পূজা মন্ডপ। একটি উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষ, অন্যটির উদ্বোধন করলেন জুন মালিয়া ও তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর এক ঘন্টার পার্থক্যে দুটি মন্ডপের উদ্বোধন করলেন দুই পক্ষ। চলল রাজনৈতিক তরজা। এদিন সন্ধ্যায় প্রথমে বিজেপি কর্মী সমর্থকদের শরৎপল্লী নাগরিক সমিতি-র মন্ডপ উদ্বোধন করেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষ। মন্ডপ উদ্বোধন পর্বে বক্তৃতায় শুভেন্দু অধিকারী বলেন, “সনাতনের জাগরণ ঘটছে। এটা আনন্দের বিষয়। আমরা এবার রাজ্যে দেখেছি দশ হাজারের বেশি গণপতি পূজা হয়েছে, বিশ্বকর্মা পুজো হয়েছে তিন লক্ষ সাতাশ হাজার।

সমহারে দুর্গোৎসব। বহু মানুষ এ সমস্ত অনুষ্ঠান থেকে গীতা বিতরণ করেছেন। মনে রাখবেন ধর্মকে রক্ষা করতেই হবে। তা না হলে আফগানিস্তান থেকে তালিবানরা হাজির হবে উৎখাত করতে। নিজের ধর্মকে রক্ষা করুন সকলে। মায়ের কাছে প্রার্থনা করুন অসুর বিনাশ যেন সবসময় করতে পারি। যেমন করেছি নন্দীগ্রামে।” পরে সংবাদমাধ্যমের সামনে নিয়োগ দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেন, “চরম দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে।

যেভাবে লক্ষ লক্ষ ওএমআর সিট ভ্যানিশ করে শূন্য থেকে নম্বর বাড়িয়ে ৫৩ শতাংশ করে দিয়েছে তা জাদু সম্রাট পিসি সরকারও পারতেন না। রাজ্য সরকার চরমভাবে দেউলিয়া। কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন টাকা তুলে অন্যান্য খাতে ম্যানেজ করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে নির্মলা সীতারামনকে বিস্তারিত জানাবো।” ভারতী ঘোষ বলেন, “পাপ আর পুণ্য একসঙ্গে থাকতে পারে না। মুখ্যমন্ত্রী অনেক পাপ করে মঞ্চে চন্ডীপাঠ করলে আশীর্বাদ পাওয়া যায় না ভগবানের। মানুষ অভিশাপ দিচ্ছে। তাই সবাই প্রার্থনা করুন পাপের বিনাশে মা যেন শক্তি দেন আমাদের।”

বিজেপির মন্ডপ উদ্বোধনের এক ঘন্টার পার্থক্যে মাঠের উল্টোদিকে থাকা শরৎপল্লী নাগরিক সমিতি দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ উদ্বোধন করার জন্য হাজির হয়ে যান মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। পরিচালনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও পৌর প্রধান সৌমেন খান। পুজো মণ্ডপের উদ্বোধন পর্বে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মন্তব্য নিয়ে অবশ্য কোন মন্তব্য করলেন না জুন মালিয়া।

উল্টে তার সৌজন্য বার্তা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে। জুন বলেন, “উনাকে শুভেচ্ছা জানাই, উনি ওনার পরিবার সকলেই ভালো থাকুন।” তবে উপস্থিত মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, “আমাদের এই মন্ডপ নিয়ে আইনি বাধা তৈরি করার চেষ্টা করেছিল অন্য পক্ষ। অবশেষে আমরা জয়ী হয়েছি, আমরা কিভাবে পুজো করব কোন মতাদর্শে বিশ্বাসী হব সেসব কখনো আইন ঠিক করে দিতে পারে না। আমরা মানুষের জন্য মানুষের স্বার্থে করেছি।”

আরও পড়ুন : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চলন্ত বাসে আগুন, বাসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত ২

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.