Home » গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ বিজেপি কর্মী

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ বিজেপি কর্মী

by Biplabi Sabyasachi
0 comments

raping housewife

পত্রিকা প্রতিনিধি: লোধাসম্প্রদায়ের এক শবর গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল দু’জন বিজেপি কর্মী কে ।ঘটনাটি ঘটেছে লালগড় থানার পূর্ণাপানি গ্রাম পঞ্চায়েতের করমশোল গ্রামে। ধৃতদের মধ্যে পতিত ভুঁইয়া পূরনাপানি বুথের বিজেপির সহ-সভাপতি ও রাজু ভুঁইয়া বিজেপির সক্রিয় কর্মী বলে এলাকায় পরিচিতি রয়েছে। raping housewife

আরও পড়ুন- এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত ১, আহত ২০ জন

অভিযুক্ত দু’জনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হচ্ছে, ছবি- অরুপ দাস


অভিযোগ গতকাল রাত নটা নাগাদ এই দুজন ওই শবর মহিলার বাড়িতে ঢোকে। সেই সময় তার স্বামী বাড়িতে ছিলেন না, কাজেড় জন্য বাইরে গিয়েছিলেন।সেই সুযোগে তাঁরা জোর করে ওই মহিলাকে বাড়ির পেছনের জঙ্গলে তুলে নিয়ে যায়। এরপর দুজন মিলে সেখানেই তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ।ধর্ষণের পর ওই অবস্থাতেই তাঁকে জঙ্গলের মধ্যে ফেলে চলে যায় ওই দু’জন। কোনরকমে বাড়ি পৌঁছে স্বামীর কর্মস্থলে গিয়ে সবকিছু জানান সেই মহিলা।এরপর গ্রামের সবাইকে ডেকে তাঁর স্বামী সমস্ত ঘটনা জানালে, সেখান থেকেই পুলিশকে খবর দেওয়া হয়।রাতেই লালগড় থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত দুজনকে ওঁদের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। আজ দু’জনকেই ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন- বেলদায় ভেঙে দেওয়া হল বিজেপির পার্টি অফিস

অপরদিকে স্বামী স্ত্রীর বচসার জেরে নিজের স্ত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ধৃত স্বামীর নাম সঞ্জয় সিং। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গোপীবল্লভপুর ২ ব্লকের বন্ডাই গ্রামে। শুক্রবার অভিযোগের ভিত্তিতে ধৃত সঞ্জয় সিং কে গ্রেপ্তার করে বেলিয়াবেড়া থানার পুলিশ। শনিবার সঞ্জয় সিং কে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক ২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হচ্ছে, ছবি- অরুপ দাস

প্রসঙ্গত গত ১৭ তারিখ সঞ্জয় সিং ও তার স্ত্রীর মধ্যে পারিবারি অশান্তির জেরে বিষ খাইয়ে দেন। পরিবারের লোকেরা তাঁকে তপশিয়া গ্রামীন হাসপাতাল নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতী দেখে তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল কিন্তু গতকাল তার মৃত্যু হয় ।গতকাল সঞ্জয় এর শাশুড়ি বেলিয়াবেড়া থানায় গিয়ে তার নামে খুনের অভিযোগ দায়ের করেন ।তদন্তে নেমেই বেলিয়াবেড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে । শনিবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.