Teachers’ Day
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শিক্ষক দিবসে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান নয়, প্রতিটি বুথ স্তরে তৃণমূলের যুব কর্মীরা এলাকার শিক্ষকদের বাড়ি বাড়ি যাবেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। এমন সিদ্ধান্ত পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূলের। এই নিয়ে জেলার বিভিন্ন ব্লকের সভাপতি ও সহ সভাপতিদের নিয়ে একটি বৈঠকও হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, শিক্ষক দিবসের দিন যুব তৃণমূলের পক্ষ থেকে কোন কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান হবে না। ঐদিন প্রতিটি বুথস্তরের যুব কর্মীরা ফুল-মিষ্টি নিয়ে শিক্ষকদের বাড়ি গিয়ে তাঁদের প্রণাম করে শ্রদ্ধা জানাবেন। তবে তৃণমূলের পক্ষ থেকে মূল অনুষ্ঠান হবে। সিদ্ধান্তের কথা মানছেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সন্দীপ সিংহ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানাতে। তাঁদের পায়ের ধুলো নিতে। সেইমতো পশ্চিম মেদিনীপুরে এই সিদ্ধান্ত বলে জানান সন্দীপ বাবু।
আরও পড়ুন:- পুজোর বাজেটে কাটছাঁট, মাথায় হাত মেদিনীপুরের মৃৎশিল্পীদের
তবে এই প্রথম শিক্ষক দিবসে জেলা জুড়ে শিক্ষকদের বাড়ি বাড়ি যাবে যুব তৃণমূল। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও তৃণমূলের সংগঠনে রদবদল ঘটেছে। নতুন সভাপতিরা জোর দিয়েছেন সংগঠনকে মজবুত করার পাশাপাশি বিস্তার ঘটানোর। সাংগঠনিক বিস্তারের লক্ষ্যেই কি শিক্ষকদের বাড়ি বাড়ি যাওয়া ফুল, মিষ্টি নিয়ে? যদিও এই বিষয়টি মানতে নারাজ সন্দীপ সিংহ। তিনি বলেন, ‘শিক্ষক মহাশয়রা মানুষ গড়ার কারিগর। তাঁদের সর্বদা আমরা শ্রদ্ধা করি। তাই শিক্ষক দিবসের দিন বাড়ি বাড়ি গিয়ে শ্রদ্ধা জানানো হবে।’ রাজনৈতিক মহলের ধারণা, শিক্ষক সমাজকে শ্রদ্ধার চোখে দেখেন মানুষজন। তাই আগামী 2024 এর লোকসভা ভোটের আগে শিক্ষক সমাজকে কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে একজোট করার লক্ষ্য তৃণমূলের। নিয়মিত যোগাযোগ গড়ে উঠলে সংগঠনের সঙ্গেও প্রত্যক্ষ ভাবে অনেকে যোগ দিতে পারেন। তাতে সাংগঠনিক বিস্তার ঘটতে পারে।
Teachers’ Day
আরও পড়ুন:- ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন মেদিনীপুরের ছাত্রী
আরও পড়ুন:- যাত্রীদের কাছ থেকে ‘ইচ্ছেমতো’ বাসভাড়া নেওয়ার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Teachers’ Day
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Not centrally organized on Teacher’s Day, TMC youth activists at each booth level will go to the homes of teachers in the area to pay their respects with flowers. Such a decision belongs to the West Midnapore District Youth Trinamool. A meeting has also been held with the presidents and co-presidents of different blocks of the district. It has been decided that there will be no central event on behalf of the youth TMC on Teacher’s Day. On that day, the youth workers of each booth level will go to the teachers’ houses with flowers and sweets and pay homage to them. However, the main event will be on behalf of the TMC.
West Midnapore Organizing District Youth Trinamool president Sandeep Singh is abiding by the decision. Speaking on the occasion of Trinamool Chhatra Parishad Foundation Day, Chief Minister Mamata Banerjee said, “To honor teachers on Teachers Day. To take the dust off their feet. Similarly, Sandeep Babu said this decision in West Midnapore.However, on this Teachers’ Day, the youth TMC will go to the homes of teachers across the district. Apart from various districts of the state, there has also been a reshuffle in TMC organizations in West Midnapore district. The new presidents emphasized the need to strengthen the organization as well as expand it. Is it for the purpose of organizational expansion that teachers go home with flowers and sweets?
However, Sandeep Singh refused to accept this issue. He said, ‘Teachers are masters of building people. We always respect them. So on Teacher’s Day, people will go from house to house to pay their respects. ‘ The idea of the political arena, people look at the teacher society with respect. Therefore, before the next Lok Sabha vote in 2024, the goal of the TMC is to unite the teachers’ society against the various policies of the Center. With regular communication, many can join the organization directly. It can lead to organizational expansion.