বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চলন্ত ট্রেনে চাপার চেষ্টা। সেই সময় পা পিছলে ট্রেনের তলায় যাওয়ার আগে কার্যত মৃত্যুর মুখ থেকে আরপিএফ এর তৎপরতায় বাঁচলেন এক ব্যক্তি। রোমহর্ষক সেই দৃশ্য ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিট নাগাদ মেদিনীপুর থেকে হাওড়া গামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। লোকাল ট্রেনটি তখন চলতে শুরু করে দিয়েছিল। তাতেই কোনরকমে ওঠার চেষ্টা করছিলেন। সেই সময় পা পিছলে ট্রেনের তলায় পড়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তে ছুটে এলেন কর্তব্যরত রেলওয়ে কনস্টেবলরা। কোনরকমে তাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন। প্রাণে বাঁচলেন ওই ব্যক্তি। পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে শুক্রবার সন্ধ্যা নাগাদ। জানা গিয়েছে, বিমল দে নামে ওই ব্যক্তি মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনে করে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন :পশ্চিম মেদিনীপুরে তিন কৃতি পড়ুয়ার রেজাল্ট ও বিষয়ভিত্তিক নম্বর দেখে নিন
ট্রেনের বগির হাতল ধরলেও উঠতে গিয়ে পা পিছলে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ফলে চলন্ত ট্রেনের ফাঁকেই পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। নির্ঘাত মৃত্যু ছিল। বিষয়টা বুঝতে পেরে গিয়েছিলেন আরপিএফ স্টাফ এস ধল, লেডি কনস্টেবল এস ঘোরী ও কে কুমারী। ছুটে এসে তাকে ধরে ট্রেন থেকে সরিয়ে নিতে সক্ষম হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। পরে তার নাম ঠিকানা জেনে বাড়ি পাঠানোর ব্যবস্থাও করে রেলওয়ে কর্তৃপক্ষ। চলন্ত ট্রেনে কোনভাবেই ওঠার চেষ্টা না করার বার্তা দেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Train Rescue
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper