Traffic is starting before the scheduled time at Mohanpur Bridge, know the details
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জাতীয় সড়কে কংসাবতী নদীর উপরে থাকা দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হল পশ্চিম মেদিনীপুরের বীরেন্দ্র শাসমল সেতু তথা মোহনপুর ব্রীজ। কয়েক বছর ধরেই সেতুর অবস্থা বিপদজনক আঁচ করে শুরু হয়েছিল সংস্কার। তাতেও পরিস্থিতি খারাপ দেখে বন্ধ করে দেওয়া হয় ওই সেতুর উপর দিয়ে ৮ টনের বেশি ভারি গাড়ি চলাচল। তারপর থেকে কাজ চলছিল সংস্কারের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পাশে নতুন করে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পুরোনো ওই সেতুটি সংস্কারের জন্য 96 ঘন্টা সম্পূর্ণভাবে সমস্ত গাড়ি এমনকি পথচারীদেরও যাতায়াত নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন। ছাড় ছিল অ্যাম্বুলেন্স, দমকলের। জেলা প্রশাসন একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল 17.08.2023 রাত 11 টা থেকে 21.08.2023 তারিখ রাত 11 টা পর্যন্ত সম্পূর্ণ ভাবে চলাচল বন্ধ থাকবে।
Mohanpur Bridge
আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের
আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র্যাগিং কমিটি
সেই নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে যাতায়াত। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার সকাল 9 টা থেকে ব্রীজ দিয়ে যাতায়াতের জন্য ছেড়ে দেওয়া হবে। লোড টেস্টিং-এর যে কাজ চলছিল তা সম্পূর্ণ হয়েছে। তবে দ্বিতীয় পর্যায়ে সমস্ত যানবাহন চলাচল শুরু করলে সেটাও এক প্রকার লোড টেস্টিং হবে বলে জানা গিয়েছে। তবে আগের বিধিনিষেধ থাকবে কিনা তা খোলসা করা হয় নি প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন : জেলায় কন্যাশ্রীতে প্রথম সোনাখালি হাইস্কুল ও মেদিনীপুর সিটি কলেজ
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চাল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mohanpur Bridge
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper