Home » Blackmail : মোবাইলে ক্যামেরা বন্দি অশ্লীল ভিডিও! দীঘায় প্রতিবেশী মহিলাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

Blackmail : মোবাইলে ক্যামেরা বন্দি অশ্লীল ভিডিও! দীঘায় প্রতিবেশী মহিলাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

Mobile camera capture porn video! The young man is accused of raping a woman next door in Digha by blackmailing her day after day

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানার পায় গ্রামে প্রতিবেশী মহিলাকে ধর্ষণ। ধর্ষণের চেষ্টা ও চুরির অভিযোগে বিশ্বজিৎ মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করল দীঘা থানার পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় সুনিতা সিং বেরা নামে ওই মহিলার বাড়ি দিঘা থানার পায়া গ্রামে l সুমিতা সিংয়ের অভিযোগ, পাশের প্রতিবেশী বিশ্বজিৎ মন্ডল গোপনে তার স্নানের ছবি মোবাইলে তুলে নেয় এবং সেই ছবি বাইরে ভাইরাল করে দেবে বলে ভয় দেখায় এবং সেইসঙ্গে সেই অজুহাত কাজে লাগিয়ে ও ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে এই কাজ সে দীর্ঘদিন ধরে করে আসছিল বলে ওই মহিলা অভিযোগ করেন।

আরও পড়ুন:- প্রেমিকার সাথে বচসা! নিউ দীঘার হোটেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মেদিনীপুরে, গ্রেফতার অভিযুক্ত

পরে তিনি ওই যুবকের বিরুদ্ধে দীঘা থানায় অভিযোগ জানান। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবকের বিরুদ্ধে 376/ 354c /379 109 ও 506 ধারায় মামলা রুজু করেছে বলে জানা যাচ্ছে। রবিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁর জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি গ্রহণ করেছেন কাঁথি আদালতের বিচারক। ঘটনা প্রকাশ্যে আসার পর দিঘায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত যুবক বিশ্বজিৎ মণ্ডল রেল দফতরের ঠিকাদারের অধীনে কর্মরত বলেই জানা যাচ্ছে।

Blackmail

আরও পড়ুন:- ডিজি বৈঠক সেরে চলে যাওয়ার পরেই মাও সতর্কতায় জঙ্গলমহলে চিরুনি তল্লাশি পুলিশ ও জওয়ানদের

Advertisement

আরও পড়ুন:- শিকার বন্ধে আদিবাসী সমাজের মানুষজনদের নিয়ে আলোচনা পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়িতে

পুলিশ সূত্রে খবর, দিঘার বাসিন্দা ওই যুবক বিশ্বজিৎ মণ্ডল প্রতিনিয়ত প্রতিবেশী ওই গৃহবধূর বাড়িতে যাতাযাত করতেন। ঘটনার সূত্রপাত গত আড়াই বছর আগে। প্রতিবেশী মহিলা যখন বাড়ির বাথরুমে স্নান করছিলেন তখনই বাড়িতে হাজির হন বিশ্বজিৎ। মহিলার অলক্ষ্যে স্নানের আপত্তিকর ভিডিয়ো মোবাইলে ক্যামেরাবন্দি করেন তিনি। এরপর ওই আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন যুবক।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত অনেকে

দিনের পর দিন এই বলে মহিলাকে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ। ওই মহিলা জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বিশ্বজিৎ। শুধু তাই নয় ওই মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না হাতিয়ে নেন ওই যুবক। লোকলজ্জার ভয়ে ওই মহিলা কাউকে জানাতে সাহস পাননি। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্ত যুবকের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:- পুলিশের নাম ভাঙিয়ে কোটি টাকা তোলাবাজির অভিযোগে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার থানার ওসি’র গাড়ির প্রাক্তন চালক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Blackmail

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.