Lock the school classroom! Students give exam in verandah in Medinipur, protest
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রচণ্ড গরম আর তার মধ্যেই স্কুলের বারান্দায় ঠাসাঠাসি বসে পরীক্ষা দিল শ্রী শ্রী বালানন্দ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। অভিভাবকরা বিক্ষোভ দেখান স্কুলে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যামন্দিরে। ওই বিদ্যালয়ে সকালবেলায় বালানন্দ প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা চলে।
বিদ্যালয়ের চারটি কক্ষ প্রাথমিক বিদ্যালয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। শুক্রবার একই সময়ে স্কুলে এসে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখে তাদের শ্রেণিকক্ষের দরজা তালাবন্ধ করে রাখা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অদিতি কর্মকার বলেন, নির্ধারিত রুটিন অনুযায়ী ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল। তিনি বিদ্যালয়ে এসে দেখেন শ্রেণিকক্ষের দরজা বন্ধ। মোহনানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষককে ফোন করলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ।
প্রধান শিক্ষিকা তাই বাধ্য হয়েই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের বারান্দায় মেঝেতে বসিয়ে পরীক্ষা নেন। আর এতেই অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা বিক্ষোভে ফেটে পড়েন। মোহনানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুমিত কুমার ঘোষ জানিয়েছেন, “এদিন পরীক্ষা ছিল বলে তার জানা ছিল না। এমনকি তাঁকে ফোনও করা হয় নি।” অভিভাবকদের বিক্ষোভে পরিস্থিতি সামাল দিতে হাজির হোন কাউন্সিলর মোজাম্মেল হোসেন ও মেদিনীপুর শহরের পুরপ্রধান সৌমেন খান।
মোজাম্মেল হোসেনের অভিযোগ, “প্রধান শিক্ষক সুমিত কুমার ঘোষ অমানবিক। ছাত্ররা রৌদ্রের মধ্যে বারান্দায় বসে পরীক্ষা দিচ্ছে অথচ চাবি দেন নি। তিনি ব্যবসা করতে চাইছেন।” দুই বিদ্যালয়ের শিক্ষক, পরিচালন সমিতির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন সৌমেন খান। পরে তিনি বলেন, “আজকের ঘটনা মোটেই ঠিক হয় নি। আলোচনায় ঠিক হয়েছে দুই স্কুলের কাছেই চাবি থাকবে এবং আগামীদিনে সুষ্ঠু ভাবে পড়াশোনা চলবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Chandrakona
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore