Independence Day
আরও পড়ুন ঃ– “ভূতের মুখে রাম নাম ,শুভেন্দুর মুখে কৃষ্ণনাম”, টিপ্পনি তৃণমূল নেতৃত্বের
পত্রিকা প্রতিনিধি: দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাজুড়ে যথোচিত মর্যাদা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হয়। কুচকাওয়াজ না হলেও কালেক্টরেটে উন্নততর জেলা গঠনের শপথ নিয়ে স্বাধীনতা দিবস পালিত হল। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক রশ্মি কমল। তিনি অভিবাদন গ্রহণ করেন। পুলিস সুপার দীনেশ কুমার সহ অন্যান্য পুলিস ও প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানান জেলা শাসক রশ্মি কমল। তিনি বলেন, স্বাধীনতা লাভের পর থেকে বিগত বছর পর্যন্ত ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গ। রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় স্বাস্থ্য-শিক্ষা-কৃষি সহ বিভিন্ন প্রকল্পের অভূতপূর্ব উন্নতি হয়েছে।
জেলা শাসক বলেন, তাঁদের লক্ষ্য রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিতে যাতে সাধারণ মানুষ উপকৃত হন এবং সাধারণের জীবন- জীবিকার সামগ্রিক মানোন্নয়ন করার। এদিন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবের উদ্যোগেও স্বাধীনতা দিবস অনাড়ম্বরে পালন করা হয়।
Independence Day
আরও পড়ুন ঃ– সরকারী সংস্থা বেসরকারীকরণ ও NRC চালুর প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষোভ
অপরদিকে তমলুক রাজ ময়দানে ১৫ আগষ্ট মাঝরাতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।এগরা, পটাশপুর ও ভগবানপুর থানাতেও পালিত হয় দিনটি। এছাড়াও এগরা-১ ও ২ ব্লক, পটাশপুর-১ ও ২ এবং ভগবানপুর -১ বিডিওরা ব্লক প্রশাসনিক দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম জেলা জুড়েও অনাড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবস।
আরও পড়ুন ঃ– সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনায় চাঞ্চল্য
আরও পড়ুন ঃ– এবার হাতির দলের হানা অনুকুল ঠাকুরের আশ্রমে, ঝাড়গ্রামের জামবনির ঘটনায় চাঞ্চল্য
Independence Day
ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন জেলাশাসক জয়সী দাশগুপ্ত।এছাড়াও জামবনী, গিধনী, শহরের পাঁচমাথা মোড়, পুরসভা ও ঝাড়গ্রাম পুলিশের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত হয় ।
ঝাড়গ্রাম জেলা প্রেস ক্লাবের তরফ থেকে স্বাধীনতা দিবস পালন করা হয়।পতাকা উত্তোলন করেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন। পাশাপাশি ডাক্তার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত সকালে সাকরাইল ব্লক অফিসে পতাকা উত্তলন করেন। এরপর সাকরাইল এবং গোপীবল্লভপুর ২ ব্লকের কেশিয়াপাতা, কুলটিকরী, বেলিয়াবেড়া সহ একাধিক জায়গায় দলীয় কর্মীদের নিয়ে পতাকা উত্তলন করেন বিধায়ক। কৃতি ছাত্র ছাত্রী দের সম্মান ও জনানো হয়। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানা তে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
আরও পড়ুন ঃ– দিঘার সমুদ্রের জলের রং পরিবর্তনে আতঙ্কিত পর্যটকেরা
আরও পড়ুন ঃ– আকালের বাজারেও অফ-ক্যাম্পাসিংয়ে রেকর্ড চাকরি মেদিনীপুর কলেজে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Independence Day
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore