Home » তৃণমূল-বিজেপির সংঘর্ষে গুলিবিদ্ধ বিজেপি নেতা,গ্ৰেপ্তার হওয়া ৪ জনের পুলিশ হেফাজত

তৃণমূল-বিজেপির সংঘর্ষে গুলিবিদ্ধ বিজেপি নেতা,গ্ৰেপ্তার হওয়া ৪ জনের পুলিশ হেফাজত

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং:কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে বিজেপি কর্মীদের মারধর ও জেলা সম্পাদককে গুলি করার ঘটনায় গ্রেফতার করা হল দুজন তৃণমূল কর্মী হল রাজকুমার দাস,মিহির দাস ও দুজন বিজেপি কর্মী কিশলয় বর ও শ্রীকান্ত মন্ডলকে।

প্রসঙ্গত,গত ২৮ শে জুন রবিবার,এলাকা দখল ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার ২নং ব্লকের জনকা এলাকা। এই ঘটনার আগে বহুবার তৃণমূলের দুষ্কৃতীরা এই এলাকা দখল করতে এসেছে।কিন্তু তারা কোনোভাবেই এই এলাকা দখল করতে পারেনি।তাই তারা পুনরায় আজ আবার বেশ কয়েকজন তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীকে পাঠিয়ে বিজেপির নেতা কর্মীদের বাড়িতে এসে তাদের উপর হামলা চালিয়ে যায়।পাশাপাশি আমাদের জেলা সম্পাদক পবিত্র দাস কে গুলি চালায় তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা।এই ঘটনার পর গুরুতর জখম অবস্থায় জেলা সম্পাদককে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর তদন্তে নেমে ২জন তৃণমূল ও ২ বিজেপি কর্মীকে গ্ৰেপ্তার করেছে খেজুরী থানার পুলিশ।এরপর মঙ্গলবার অভিযুক্তদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিস রিমান্ডে পাঠায় ।

এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসে পরিনত হয়েছে।তাই খেজুরী ঘটনার নিয়ে আমাদের দুজন নিরপরাধ কর্মীকে গ্ৰেপ্তার করা হল।তাছাড়া দুদলের ভারসাম্য বজায় রাখার জন্য শাষক দলের দুজন কর্মীকেও লোক দেখানীভাবে গ্ৰেপ্তার করা হয়েছে‌।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.