Home » Jhargram : ঝাড়গ্রামের লোধাশুলির জঙ্গলে পরপর চারবার শালগাছ চুরি, প্রশাসনের ভূমিক‍া নিয়ে প্রশ্ন

Jhargram : ঝাড়গ্রামের লোধাশুলির জঙ্গলে পরপর চারবার শালগাছ চুরি, প্রশাসনের ভূমিক‍া নিয়ে প্রশ্ন

by Biplabi Sabyasachi
0 comments

Jhargram : রাতের অন্ধকারে জঙ্গল লুঠ। একই জায়গায় পরপর চারবার। মূল্যবান মোটা শালগাছ রাতারাতি কেটে পাচার হয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে মাত্র ২কিমি দূরে বিট অফিস। ঝাড়গ্রাম জেলার লোধাশুলি রেঞ্জের শিমলির জঙ্গল। এলাকায় যতগুলি ঘন জঙ্গল রয়েছে তার মধ্যে অন্যতম শিমলির জঙ্গল।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাতের অন্ধকারে জঙ্গল লুঠ। একই জায়গায় পরপর চারবার। মূল্যবান মোটা শালগাছ রাতারাতি কেটে পাচার হয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে মাত্র ২কিমি দূরে বিট অফিস। ঝাড়গ্রাম জেলার লোধাশুলি রেঞ্জের শিমলির জঙ্গল। এলাকায় যতগুলি ঘন জঙ্গল রয়েছে তার মধ্যে অন্যতম শিমলির জঙ্গল।

প্রচীন মোটা শাল গাছ এখনও এই জঙ্গলে অবশিষ্ট আছে। আর সেখানেই নজর গাছ মাফিয়াদের। প্রায় চারবার রাতে গাছ কেটে তা গাড়িতে লোড করে পাচার হয়ে যাওয়ার অভিযোগ। সংখ্যাটা প্রায় একশোরও বেশী। অথচ গাড়ি জঙ্গলে ঢোকার বা বেরোনোর আগে অন্তত একবার হলেও নাকা চেকিং এর সামনে পড়তে হবে।এখানেই প্রশ্ন তুলছেন বন কমিটির সদস্যরা। তারা রাত ১১টা পর্যন্ত পাহারা দেন।

তার পর থেকে ভোর পর্যন্ত রাস্তায় সিভিক ও পুলিশ থাকে। তার পর ও কি ভাবে চুরি হচ্ছে? গতবার চুরির পর বিট অফিসার ঘটনার কথা স্বীকার করে পুলিশের সাথ এই বিষয় নিয়ে আলোচনা এবং আর যাতে না হয় তা দেখবেন বলে জানিয়েছিলেন। এরপর ফের একই ঘটনা। এবার ও ডিএফও জে সেখ ফরিদ ফোনে জানান তারা বিষয় টা দেখছেন।

তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি। বনপতিমন্ত্রী-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তাঁর বিধানসভা এলাকায় রাতারাতি এভাবে জঙ্গল চুরি হয়ে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে তার কোনো হেলদোল নেই। জঙ্গল চুরি চলছে সমানে, এবং তা প্রশাসন এবং বনদফতর এর নাকের ডগায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lalgarh

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.