Midnapore : ফের চুরির ঘটনা মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায়। সোমবার দুপুরে চুরির সময় নজরে পড়ে যাওয়ায় চোর দৌড় দিয়েছিল। পালাতে গিয়ে পড়লো কচুরিপানা ভর্তি জলাশয়ে। জলাশয়েই অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রাই উদ্ধার করে তুলে দিল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা নাগাদ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের চুরির ঘটনা মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায়। সোমবার দুপুরে চুরির সময় নজরে পড়ে যাওয়ায় চোর দৌড় দিয়েছিল। পালাতে গিয়ে পড়লো কচুরিপানা ভর্তি জলাশয়ে। জলাশয়েই অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রাই উদ্ধার করে তুলে দিল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা নাগাদ।
ধর্মার জাতীয় সড়কের পাশে একটি জেনারেটর মেরামতির দোকান রয়েছে। ওই দোকানে প্রায়শই চুরির ঘটনা ঘটত বলে স্থানীয়রা জানান। দোকানের মালিক নিত্যানন্দ সাউ বলেন, “দোকানে প্রায়শই চুরির ঘটনা ঘটত। আজকে আমার কর্মীরা উপর থেকে দেখতে পেয়ে যায় ওই ছেলেটি চুরি করে নিয়ে পালাচ্ছে। তারপরে ধরা পড়ে যাবে বুঝতে পেরে ওই চোর দৌড় দেয় জাতীয় সড়ক পার করে পাশেই থাকা কচুরিপানা ভর্তি জলাশয়ের উপর দিয়ে।
Midnapore
আরও পড়ুন : ভূত চতুর্দশীতে মেদিনীপুরের একটি মিলে ভয়াবহ আগুন, তিনটি ইঞ্জিনে সামাল দিল দমকল
আরও পড়ুন : ‘সিত্রাং’ সর্তকতা জারি মেদিনীপুরে, প্রস্তুত সিভিল ডিফেন্স
কচুরিপানা ভর্তি জলাশয়ের ওপর দিয়ে কিছুটা যাওয়ার পর সে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।” ওই যুবক অপরিচিত। কোতোয়ালি থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা সম্ভবত ওই যুবক মৃগীতে আক্রান্ত হয়েছিল। যে কারণে এই সমস্যা। তবে অনেকেরই দাবি, “ধরা পড়ে গিয়ে হয়তো চোরের এটা একটা নাটক!”
আরও পড়ুন : মেদিনীপুর সদরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আদালতের দ্বারস্থ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali