Home » Haldia’s Maduli Baba : গলায় মাদুলি ঝোলালেই পালাবে করোনা! হলদিয়ার আদালতে ধরা দিলেন মাদুলি বাবা

Haldia’s Maduli Baba : গলায় মাদুলি ঝোলালেই পালাবে করোনা! হলদিয়ার আদালতে ধরা দিলেন মাদুলি বাবা

by Biplabi Sabyasachi
0 comments

The virus will escape by hanging amulets on the neck! Maduli Baba was arrested in Haldia court

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাড়ির ভেতরে একটা মাদুলি ঝুলিয়ে রাখার সঙ্গে সঙ্গে গলাতেও একটা মাদুলি পরতে হবে। তা হলেই করোনা ভাইরাস দূরে চলে যাবে। দাবি কাদের মিঞার। করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে হলদিয়ায় চলছিল মাদুলি কেনাবেচা। আর তা দেখেই অনেকে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন:- এবার পশ্চিম মেদিনীপুরের ভীমপুরে বাড়ির উঠোনে অজানা জন্তুর পায়ের ছাপ, ‘বাঘ’ বলেই অনুমান স্থানীয়দের

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- অধ্যাপিকাকে অবমাননাকর মন্তব্যের জেরে পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার সবং কলেজের অধ্যাপক

এবার কি তবে করোনা তাড়াতে ভরসা মাদুলি! করোনার জন্য অব্যর্থ দাওয়াই মাদুলি- এই মর্মে বিজ্ঞাপনী প্রচারকে সামনে রেখেই মাদুলি বিক্রি সুতাহাটা রামচন্দ্রপুর গ্রামে। গলায় মাদুলি ঝোলান, আর করোনা থেকে সেরে উঠুন।’ এটাই স্লোগান ছিল। আর এই স্লোগানকেই সাইন বোর্ডে লিখে প্রকাশ্যে টাঙিয়েও দিয়েছিলেন হলদিয়ার সুতাহাটার সৈয়দ আবদুল কাদের মিঞা । ৭৭ বছরের আবদুল কাদেরের অদ্ভুত দাবিতে সাড়া দিচ্ছেন গ্রামের মানুষজন।

Haldia Maduli Baba

আরও পড়ুন:- জোরালো হচ্ছে স্কুল-কলেজে পঠনপাঠন চালুর দাবি, মেদিনীপুরে সভা শিক্ষকদের

আরও পড়ুন:- ফের মিলল অজানা জন্তুর পায়ের ছাপ, বাঘের আতঙ্ক লালগড়ে, সতর্ক বন দফতর

লোকজন আসছেন এবং তাঁর বাড়ি থেকে মাদুলি কিনে নিয়েও যাচ্ছেন। সংবাদমাধ্যমের নজরে আসতেই ঘটে যায় বিপত্তি। একটা মাদুলির দাম এক হাজার থেকে ১৫ টাকা পর্যন্ত ধার্য রেখেছিলেন তিনি। দরিদ্র মানুষদের দামে ছাড় দিয়ে কম টাকায়ও বিক্রি চলছিল। যদিও করোনা ঠেকাতে মাদুলি তথ্য ভুল বলেই দাবি করছেন চিকিৎসক এবং বিজ্ঞান কর্মীরা। যুক্তিবাদীদের কথায়, মাদুলির বিষয়টি একেবারেই বুজরুকি।

আরও পড়ুন:- তমলুক জেল‍া হাসপাতালে বায়োমেট্রিক হাজির‍া ও ৫ বছরের কাজের হিসেব তলব মন্ত্রী সৌমেনের

তার দাবিতে সোচ্চার হয় বিজ্ঞান মঞ্চ এবং যুক্তিবাদী চিকিৎসক তার ফলেই নড়েচড়ে বসে সুতাহাটা থানার পুলিশ প্রশাসন তিনি বেশ কিছুদিন বেপাত্তা ছিলেন অবশেষে আজ ২৪ শে জানুয়ারি তার উকিল এর মাধ্যমে হলদিয়া আদালতে স্যালেন্ডার হলেন। তার আইনজীবী জামিনের জন্য আবেদন করলেন কিন্তু আদালত জামিন নাকচ করে পুলিশ কাস্টডিতে রাখার রায় ঘোষণা করেন। হলদিয়া মহাকুমার আদালত বিচারক আগামী ২৭ শে জানুয়ারি তাকে পুনরায় কোর্টে তোলা হবে।

আরও পড়ুন: রাস্তায় শেড তৈরীর সময় উচ্চ ক্ষমতার বিদ্যুতের তারের সংস্পর্শে যুবকের মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Haldia’s Maduli Baba

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.