ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। প্রশাসন সারাইয়ের কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। একাধিকবার অবরোধ বিক্ষোভের পরেও একই অবস্থা মেদিনীপুর শহরের বাইপাস রাস্তার। ধুলোয় ঢেকেছে বাড়িঘর, গাছপালা। যার কারণে রোগে আক্রান্ত অনেকে। ঘটনাটি মেদিনীপুরের উদয়পল্লী এলাকায়। রবিবার ফের অবরোধ বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তাদের দাবি, রাস্তা সারাই না হলে বাস, লরি যাতায়াত বন্ধ থাকবে। মেদিনীপুর শহরে যানজট এড়াতে ভারী গাড়ি এই বাইপাস রাস্তা দিয়ে পাশ করানো হয়। একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, অবরোধ বিক্ষোভও হয়েছে। শুধুই মিলেছে প্রতিশ্রুতি! মাঝে ইট দিয়ে প্রাথমিক সারাই হলেও কংক্রিটের রাস্তা তৈরি হয় নি এখনও। স্থানীয়দের অভিযোগ, “পৌরপ্রধান আশ্বাস দিয়েছিলেন কংক্রিটের রাস্তা তৈরি করে দিবেন বলে। বহুদিন পেরিয়ে গেলেও কথা দিয়ে রাখেন নি। নিত্যদিন যানজট তৈরি হচ্ছে।”
Midnapore Municipality
এবার আর প্রতিশ্রুতি নয়, রাস্তা সারাইয়ের পর চলবে বাস, লরি ওই রাস্তায়। স্থানীয় বাসিন্দারা বলেন, পিচ রাস্তা হলেও বেহাল হয়ে গিয়েছিল বহুদিন। মেরামত করতে ইট দিয়ে গর্ত বুজিয়ে ফেলা হয়েছিল। আর সেই ইট গুড়ো হয়ে প্রচণ্ড ধুলা তৈরি হয়েছে। সেই ধুলায় এলাকা ঢেকে পড়ছে। রোগেও আক্রান্ত হচ্ছে অনেকে। প্রশাসনকে জানিও কোন সুরাহা হয়নি। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে রাস্তা সারাইয়ের।
আরও পড়ুন : কলাইকুন্ডা ও মানিকপাড়ায় তাণ্ডব চালানো হাতির পাল ঘিরে আতঙ্ক মেদিনীপুর সদরে, হুলা টিমকে ঘিরে বিক্ষোভ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Duare Sarkar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper